Kolkata League: কলকাতা লিগের কথা মাথায় রেখে ঘরের ছেলে’কে ফেরাতে পারে ইস্টবেঙ্গল

ফের ময়দানে ফিরছে ফুটবল। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বোধন হতে চলেছে কলকাতা ফুটবল লিগের (Kolkata League)। আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে আইএফএ’র নতুন সচিব নির্বাচনের…

Manoj Mohammed can return to East Bengal

ফের ময়দানে ফিরছে ফুটবল। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে বোধন হতে চলেছে কলকাতা ফুটবল লিগের (Kolkata League)। আগামী ২০ জুন অনুষ্ঠিত হবে আইএফএ’র নতুন সচিব নির্বাচনের প্রক্রিয়া। এরপর কলকাতা লিগ শুরু’র কাজে জোর দেওয়া হবে। ইতিমধ্যে ময়দানের ছোটো থেকে বড়,সব ক্লাব গুলো দল গঠনের কাজ শুরু করে দিয়েছে।

শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে ফিরতে পারেন ক্লাবের ইউথ প্রোডাক্ট মনোজ মহম্মদ। আলেজান্দ্রো মেনেন্দেজ গার্সিয়া’র সময় কালে লাল হলুদ শিবিরে প্রথম সুযোগ পান তিনি।এরপর দুরন্ত পারফরম্যান্স দিয়ে যোগদান করেন মহামেডানে।তবে সাদা কালো ব্রিগেড তাকে আসন্ন মরশুমের জন্য দলে রাখবেনা বলেই মনে করা হচ্ছে।তাই তাকে দলে পেতে বিশেষ উদ‍্যোগী হয়ে উঠেছে লাল হলুদ শিবির।

অন‍্যদিকে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে’কে তুলে নিয়ে চমক দিতে চলেছে মহামেডান স্পোর্টিং’ও। মহামেডান স্পোর্টিংয়ে দুই বছরের চুক্তিতে যোগ দিতে চলেছেন সামাদ আলী মল্লিক। SportsKeeda’র দাবী ২০২৪ সাল অবধি বাংলার ঐতিহ্যবাহী ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছেন তিনি।
রাইট ব‍্যাকের এই ফুটবলারের সাথে গতমরশুমে দুই বছরের জন্য চুক্তি সেরেছিলো শ্রীনিডি ডেকান এফসি।কিন্তু তাদের হয়ে মাত্র তিনটে ম‍্যাচে খেলতে দেখা গেছিলো তাকে।

হুগলির গোপালপুর গ্রামের ছেলে সামাদের কলকাতা ময়দানে যাত্রা শুরু হয় কলকাতা ফুটবল লিগে রেনবো এফসি’র হয়ে।এরপর ২০১৫ সালে ইস্টবেঙ্গলে যোগ দেন তিনি।দীর্ঘ পাঁচ বছর লাল হলুদ ব্রিগেডে ছিলেন, ক্রমশ হয়ে উঠেছিলেন ঘরের ছেলে।

আইলিগে মোট ৪৬ ম‍্যাচ খেলেছিলেন সামাদ এখনও অবধি।২০১৬-২০২০ অবধি ইস্টবেঙ্গলের হয়ে ৩৫ টা আইলিগের ম‍্যাচ খেলেছিলেন তিনি।বেশ কিছু ম‍্যাচে নেতৃত্ব’ও দেয়।ইস্টবেঙ্গলের প্রথম বারের আইএসএলের স্কোয়াডে ড্রাফটিং’ও করা হয় তাকে,কিন্তু তৎকালীন লাল হলুদ কোচ রবি ফাউলারের তেমন একটা পছন্দ হয়নি তাকে তাই এখনও অবধি আইএসএলে খেলা হয়নি তার।এরপর ২০২১ এর জানুয়ারি’র ট্রান্সফার উইন্ডো’তে রাউন্ড গ্লাস পঞ্জাবে যোগ দেন সামাদ,পরবর্তী সময়ে যোগ দেন শ্রীনিডি’তে।