Kaliaganj girl’s death: কালিয়াগঞ্জের ঘটনায় রিপোর্ট তলব করলেন রাজ্যপাল

কালিয়াগঞ্জ কিশোরীর মৃত্যুকে (Kaliaganj girl’s death) কেন্দ্র করে মঙ্গলেও কমেনি রাজনৈতিক উত্তাপ। থানায় আগুন, গাড়ি জ্বালিয়ে প্রতিবাদে মুখর হয়েছে স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা৷ এরই মধ্যে দিল্লিতে বসেই কড়া সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)৷ গোটা ঘটনা রিপোর্ট তলব করলেন তিনি।

Governor CV Anand Bose addressing the audience at an event

কালিয়াগঞ্জ কিশোরীর মৃত্যুকে (Kaliaganj girl’s death) কেন্দ্র করে মঙ্গলেও কমেনি রাজনৈতিক উত্তাপ। থানায় আগুন, গাড়ি জ্বালিয়ে প্রতিবাদে মুখর হয়েছে স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা৷ এরই মধ্যে দিল্লিতে বসেই কড়া সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Anand Bose)৷ গোটা ঘটনা রিপোর্ট তলব করলেন তিনি।

কালিয়াগঞ্জ উত্তপ্ত হয়ে ওঠার খবর দিল্লিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছেও পৌঁছায়। সেই খবর পেয়েই দিল্লি থেকে মুখ্যসচিব ও রাজ্য ডিজিপি-র সঙ্গে কথা বলেন রাজ্যপাল। কালিয়াগঞ্জ ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়ে পাঠান। নাবালিকার কী ভাবে মৃত্যু হয়েছিল? এই মামলা ও তদন্তের কী অগ্রগতি ঘটেছে? বর্তমানে এলাকার পরিস্থিতি কী? সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোটা ঘটনায় কড়া পদক্ষেপ করারও কথাও বলেছেন তিনি। শুধুমাত্র মৌখিক বার্তা দেওয়া নয়, এদিনের থানায় বিক্ষোভ, আগুন লাগানো সহ গোটা ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে কী কী পদক্ষেপ করা হচ্ছে, সে ব্যাপারেও বিস্তারিত রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল। যা নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি।