Gold Smuggling: শিলিগুড়িতে কোটি কোটি টাকার সোনা পাচার বানচাল

মিজোরাম থেকে কমপক্ষে ৮ কোটি টাকার সোনা পাচার করা হচ্ছিল কলকাতায়। সেই সোনার চোরাচালান ধরা পড়েছে শিলিগুড়িতে। কেন্দ্রীয় রাজ্য গোয়েন্দা দফতর (ডিআরআই) বাজেয়াপ্ত করেছে ১৪…

Gold smuggling BGB

মিজোরাম থেকে কমপক্ষে ৮ কোটি টাকার সোনা পাচার করা হচ্ছিল কলকাতায়। সেই সোনার চোরাচালান ধরা পড়েছে শিলিগুড়িতে।

কেন্দ্রীয় রাজ্য গোয়েন্দা দফতর (ডিআরআই) বাজেয়াপ্ত করেছে ১৪ কেজি ২৮১ গ্রাম ওজনের ১৩ টি সোনার পাইপ। এই পরিমান সোনার বর্তমান বাজার দর ৮ কোটি ৬১ লক্ষ টাকার বেশি।

   

মিজোরাম থেকে কলকাতায় সোনা পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকায় তারা ধরা পড়ে। ধৃতদের নাম মার্ক চিঙ্গাসাইয়ানপ্পাউয়া এবং লিয়ানং ইহলুনি। পাইপের মধ্যে সোনা গলিয়ে পাচার হচ্ছিল।

মায়ানমার থেকে চোরাপথে সোনা মিজোরামে আনা হয়। সেই সোনা অসম হয়ে শিলিগুড়ি থেকে কলকাতায় পাঠানো হচ্ছিল।