সুপারির খোলার তৈরি থালা বানিয়ে ভাইরাল মঞ্জু, গীতা, রিতারা

এটা সকলেরই জানা যে সুপারির অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে। এ বিষয়ে ওয়াকিবহাল আলিপুরদুয়ারের বাসিন্দারা। তবে আপনি কি জানেন যে ফেলে দেওয়া সুপারির খোলাও কাজে লাগতে…

এটা সকলেরই জানা যে সুপারির অর্থনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে। এ বিষয়ে ওয়াকিবহাল আলিপুরদুয়ারের বাসিন্দারা। তবে আপনি কি জানেন যে ফেলে দেওয়া সুপারির খোলাও কাজে লাগতে পারে? শুনে চমকে গেলেন তো? হ্যাঁ সুপারির খোলার তৈরি থালা তৈরি করে সকলকে তাক লাগিয়ে দিলেন মঞ্জু ছেত্রী, গীতা লামা, রিতা লামাদ। তাঁদের এই কাজ আয়ের নতুন দিশা দেখাচ্ছে।

তাঁদের তৈরি থালা পাড়ি দিচ্ছে ভিনজেলায়। সেইসঙ্গে চালান যাচ্ছে চেন্নাই, গুজরাট, মহারাষ্ট্র, ওডিশাতেও।

আপাতত মঞ্জুদেবীর স্বনির্ভর দলের ১০ জন মহিলা ও তাঁদের পরিবার আয়ের সুযোগ পেয়েছেন এই থালা বানিয়ে তবে তাঁদের দেখাদেখি ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকার সুপারির বাগানের চাষিরাও এখন সুপারি গাছের ঝরে যাওয়া খোলা বিক্রি করে বাড়তি উপার্জন করছেন। জেলা প্রশাসনেরও আশা, সুপারির খোলা উত্তরবঙ্গে এক নতুন কর্মসংস্থানের দিশা দেখাবে।