Bangladesh: ঢাকায় বিশ্বজিৎ সাহা খুনের ছবিতে কেঁপেছিল বিশ্ব, আলাউদ্দিন ধৃত

শুধু বাংলাদেশ (Bangladesh) নয়, গোটা বিশ্ব নড়ে গেছিল দশ বছর আগে দর্জি বিশ্বজিৎ সাহাকে যেভাবে ঢাকায় প্রকাশ্যে খুন করা হয় সেই ছবি দেখে। রক্তাক্ত এক…

শুধু বাংলাদেশ (Bangladesh) নয়, গোটা বিশ্ব নড়ে গেছিল দশ বছর আগে দর্জি বিশ্বজিৎ সাহাকে যেভাবে ঢাকায় প্রকাশ্যে খুন করা হয় সেই ছবি দেখে। রক্তাক্ত এক যুববকে ঘিরে কোপানো হচ্ছে। জনগণ সন্ত্রস্ত। বাংলাদেশে এই ভয়াবহ হত্যাকাণ্ডের এক দশক পর পলাতক খুনি ধরা পড়েছে।

চাঞ্চল্যকর বিশ্বজিৎ হত্যা মামলার তদন্ত ঢিমে তালে চলছিল বলে অভিযোগ। তবে পুলিশ হাত গুটিয়ে নেয়নি। ঈদ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় শ্বশুরবাড়িতেএসে ধরা পড়ল এই মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আলাউদ্দিন।

গোপনে আলাউদ্দিনের সংবাদ পান শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস। তিনি আলাউদ্দিনকে গ্রেফতার করেন। ধৃত আলাউদ্দিনের বিরুদ্ধে খুনের অভিযোগ আছে।

বাংলাদেশ পুলিশ জানাচ্ছে, ছাত্রলীগের কর্মী আলাউদ্দিন ২০১২ সালে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্র ছিল। সেই বছর ৯ ডিসেম্বর ঢাকার সূত্রাপুরে তার নেতৃত্বে দর্জি শ্রমিক বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। রাজনৈতিক কোনও বচসার নাকি ব্যক্তিগত ক্ষোভ থেকে খুন তা তদন্ত সাপেক্ষ বলে জানানো হয়েছে।

বিশ্বজিৎ হত্যার পর থেকেই পলাতক ছিল আলাউদ্দিন। জানা যাচ্ছে গোপনে ২০১৬ সালে তার বিয়ে হয়। সেই সূত্রে শ্বশুরবাড়িতে এসেছিল আলাউদ্দিন।

নিহত বিশ্বজিতের ভাই উত্তম দাসের দায়ের করা মামলায় আসামিদের মধ্যে আটজনের মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজা হয়েছে।কয়েকজন পলাতক।