আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য ফ্ল্যাট, প্রশাসনের বড় পদক্ষেপ

যারা আর্থিক ভাবে দুর্বল তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জলপাইগুড়ি উন্নয়ন নিগম। জানা গিয়েছে, গরিবদের জন্য ফ্ল্যাট, রাজবাড়ী দীঘিকে নতুন করে আকর্ষিত করা সহ জেলা…

যারা আর্থিক ভাবে দুর্বল তাঁদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জলপাইগুড়ি উন্নয়ন নিগম। জানা গিয়েছে, গরিবদের জন্য ফ্ল্যাট, রাজবাড়ী দীঘিকে নতুন করে আকর্ষিত করা সহ জেলা জুড়ে নানান উন্নয়নমূলক কাজের ঘোষণা করলেন এসজেডিএর চেয়ারম্যান।

শুক্রবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন নিগমের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান , ভাইস চেয়ারম্যান সহ জেলা পরিষদের সহ সভাধিপতি দুলাল দেব নাথকে নিয়ে জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে বিবিধ উন্নয়নমূলক কাজের বিষয়ে অবগত করেন।

যার মধ্যে আর্থিক দিক থেকে দুর্বলদের জন্য ৫২টি ফ্ল্যাট বিতরণ সহ দিনবাজার পুরসভার মার্কেট কমপ্লেক্সে বৈদ্যুতিক উন্নতি এবং ঐতিহাবাহী রাজবাড়ী দীঘিকে পুনরায় পরিষ্কার করানো হবে।