East Bengal street: এবার লাল-হলুদের নামে রাস্তা শিলিগুড়িতে, কোথায় দেখে নিন

ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে কলকাতার তিন প্রধান। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান ও মহামেডান।

East Bengal Football Club's street in Siliguri

ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে রয়েছে কলকাতার তিন প্রধান। ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান ও মহামেডান। অতীতে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে এই তিনটি ক্লাব। ভারতীয় ফুটবলের জগতে প্রত্যেকবার নতুন তারকার জন্ম দিয়েছে এই তিন ফুটবল ক্লাব।

তবে বর্তমানে পারফরম্যান্সের বিচারে ইমামি ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবকে পিছনে ফেলে দিয়েছে এটিকে মোহনবাগান। এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে তারা। যা নিয়ে খুশির আবহ সমর্থকদের মধ্যে। তবে শুধু ট্রফি জয়ের সেলিব্রেশন ই নয়, এটিকে মোহনবাগানের নামে বিশেষ রাস্তার ও নামকরন হতে চলেছে শিলিগুড়িতে। তবে শুধু মোহনবাগান নয়। ইস্টবেঙ্গলের নামে ও রাস্তার নামকরণ হতে চলেছে শিলিগুড়িতে।

   

গতকাল সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছিলেন, মহানন্দা নদীর পাশে নীরঞ্জন ঘাটের ডানদিক থেকে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তাটির নাম “মোহনবাগান অ্যাভিনিউ” বলে চিহ্নিত করা হবে। এই মর্মে আগামী ২রা এপ্রিল শিলিগুড়িতে আসার কথা সবুজ-মেরুন সচিব দেবাশীষ দত্ত সহ ক্লাবের কর্মসমিতির অন্যান্য সদস্যরা।

তবে শুধু সবুজ-মেরুন নয়। লাল-হলুদের নামে ও নামাঙ্কিত হতে চলেছে শিলিগুড়ির একটি রাস্তা। যতদূর জানা গিয়েছে, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পাশের একটি রাস্তা ইস্টবেঙ্গলের নামে নামাঙ্কিত করা হবে। তবে মোহনবাগানের মতো এখনো চূড়ান্ত হয়নি দিনক্ষণ। এই নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের তরফে দিনক্ষণ চূড়ান্ত হলেই তা জানিয়ে দেওয়া হবে।