Subhashree Ganguly: লাল ঘাঘরায় নেটপাড়ায় ঝড় তুললেন শুভশ্রী, ভাইরাল ভিডিও

80
Actress Shubhashree Ganguly dancing in a red dress

বর্তমানে বাংলা চলচ্চিত্র জগতের সফল অভিনেত্রীদের মধ্যে যার নাম প্রথমেই উঠে আসে তিনি হলেন শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। তাঁর অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। কারণ তিনি প্রায় এক দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন।

আর সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওটিটি সিরিজ ইন্দুবালার ভাতের হোটেল। যা ইতিমধ্যেই শুভশ্রী প্রেমীদের মুগ্ধ করেছে। তাঁর অভিনয় থেকে মুহূর্তের জন্যও চোখ ফেরাতে পারেননি কেউ। বয়স্ক ইন্দুবালার চরিত্রে তাঁর অভিনয় যেনো সকলকে নাড়িয়ে দিয়েছে। আর অভিনয় জগতের পাশাপাশি তিনি নিজের দাম্পত্য জীবন নিয়েও সুখে রয়েছে। স্বামী অর্থাৎ পরিচালক রাজ চক্রবর্তী এবং পুত্র ইউভানকে নিয়ে তিনি দিব্যি আছেন।

তবে এই সবের পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও সমান ভাবে অ্যাক্টিভ। সেটা অবশ্য তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল দেখলেই বোঝা যায়। সারাদিনের নানা খুঁটিনাটি মুহূর্তের সাথে ছোট্ট ইউভানের নানা কীর্তি তিনি শেয়ার করে নেন নেটিজেনদের সাথে। অন্যদিকে সম্প্রতি তিনি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারকের ভূমিকায় আছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

আর এবার সেই রিয়্যালিটি শোয়ের কিছু অজানা মুহূর্ত ভাগ করে নিলেন ভক্তদের সাথে। সেখানে দেখা যাচ্ছে লাল রঙের ভেলভেট টাচ ঘাঘরা পরে তিনি সকলের সেলফি তোলার সময় মজার ছলে ঢুকে পড়ছেন। আর সেই ড্রেসের সাথে মানানসই লাল লিস্টিক যেনো তাঁর সৌন্দর্য্যকে আরও বাড়িয়ে তুলেছে।ইতিমধ্যেই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে।