Tollywood On Sandeshkhali Kanda: সন্দেশখালি কাণ্ড প্রসঙ্গে কী মত টলিউডের?

Tollywood On Sandeshkhali Kanda: সন্দেশখালি কাণ্ড নিয়ে উত্তপ্ত সারা রাজ্য। বুদ্ধিজীবীরা চুপ কেন? প্রশ্ন উঠতেই উত্তর দিলেন কবি সুবোধ সরকার। জানিয়েছেন, ‘সেটা আমি কী করে…

ollywood On Sandeshkhali Kanda

Tollywood On Sandeshkhali Kanda: সন্দেশখালি কাণ্ড নিয়ে উত্তপ্ত সারা রাজ্য। বুদ্ধিজীবীরা চুপ কেন? প্রশ্ন উঠতেই উত্তর দিলেন কবি সুবোধ সরকার। জানিয়েছেন, ‘সেটা আমি কী করে জানব? কী করেই বা বলব? আমি নিজে তো সবসময় রাস্তায় নামতে পারি না। আমি কবিতা লিখি। আগেও লিখেছি, এখনও তাই লিখছি। আগে তো অন্যান্য অনেক জায়গায় অন্যায় দেখলে কবিতার মাধ্যমে প্রতিবাদ করেছি। এবার বাকিরা কেন রাস্তায় নামছেন না সেটা আমি কী করে বলতে পারব?’

তাহলে কি সন্দেশখালি নিয়ে কবিতা লিখেছেন সুবোধ বাবু। উত্তর দিতে গিয়ে কবি বললেন, ‘হ্যাঁ, সবসময় ওভাবে নাম নিয়ে তো লেখা যায় না। সন্দেশখালিকে সজনেখালি লেখা যাবে না এমনটা তো নয়। আগে যেমন আমি প্রতিবাদ করেছি, এখনও করেছি। সব কবিতা সবার চোখে পড়ে না। যেগুলো পড়ে তখন লোকে বলে এইটা নিয়ে লিখলেন ওটা নিয়ে কেন লেখেননি। এটা চলতেই থাকে (Tollywood On Sandeshkhali Kanda)।’

   

এদিকে সন্দেশখালি কাণ্ড নিয়ে রাস্তায় নামা প্রসঙ্গে রীতিমত সোচ্চার হয়ে টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক সেন জবাব দিয়েছেন, ‘আমার প্রতিবাদের ভাষা আমারই। সেটা কংগ্রেস, বিজেপি, সিপিএম লিখে দেবে না। আর রাস্তায় নামা অত সহজ নয় যে মনে করলাম আর চারটে লোক নেমে পড়লাম। আগামী ১৫ তারিখ রানু ছায়া মঞ্চে একটু সভা আছে সংগঠনের। ওখানে আমি, আর পরিবারের সকলে যাব।’

উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই উত্তাল রাজ্য ও রাজ্যের তৃণমূল সরকারের রাজনীতি। যেকোনো কিছুতেই উনিশ বিশ হলে কথা বলতে দেখা যায় টলিউডকে। কিন্তু এক্ষেত্রে টলি পাড়া চুপ কেন! প্রশ্ন উঠছে বারংবার। উত্তর কে দেবে (Tollywood On Sandeshkhali Kanda)?