Coochbehar: দিনহাটায় গুলিতে নিহত ‘বাংলাদেশি’, বিস্ফোরক নিশীথ

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের (coochbehar)  বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) দাবি, মঙ্গলবার যে নিহত ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থক বলে দাবি করেছে সে…

Nisith-pramanik

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের (coochbehar)  বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের (Nisith Pramanik) দাবি, মঙ্গলবার যে নিহত ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের সমর্থক বলে দাবি করেছে সে আসলে বাংলাদেশের নাগরিক। আন্তর্জাতিক অপরাধী। কেন্দ্রীয় মন্ত্রীর এই বিস্ফোরক দাবির পর তীব্র শোরগোল।

মঙ্গলবার কোচবিহার ও বাংলাদেশের সীমান্ত এলাকা জালিধরলা গ্রামে গুলিবিদ্ধ হন একাধিক। নিহত হন একজন। জেলা তৃণমূলের দাবি নিহত বাবু শেখ তাদের সমর্থক। আরও অভিযোগ, বাংলাদেশ থেকে লোক আনিয়ে খুন করিয়েছে বিজেপি।  

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সরাসরি বলেন, সীমান্ত পেরিয়ে এসে হামলা হয়েছিল জালিধরলা গ্রামে। তিনি নিশীথ প্রামানিকের বিরুদ্ধে হামলার ছক করার অভিযোগ আনেন। আর জলপাইগুড়ির জনসভা থেকে নিহতের পরিবারকে হোমগার্ড চাকরি দেওয়া হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ডেপুটি নিশীথ প্রামানিক সাংবাদিক সম্মেলন থেকে চ্যালেঞ্জ করেছেন, যারা ওই নিহত ব্যক্তিকে নিজেদের সমর্থক বলে দাবি করেছিলেন তারা যাচাই করুন নিহতের পরিচয়।

বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে নিশীথ প্রামানিক আরও দাবি করেন কী করে তার সম্পর্কে খোঁজ না নিয়ে জেলার পুলিশ কর্মকর্তারা মন্তব্য করলেন? নথি দেখিয়ে তিনি দাবি করেন, নিহত ব্যক্তি আসলে বাংলাদেশি। সে দেশে তার পরিবার বাবা মা আছেন। মন্ত্রী আরও বলেন, নিহতের ভারতীয় আধারকার্ডও আছে।

নিশীথ অধিকারীর দাবি, কী করে বাংলাদেশের নাগরিক ভারতীয় আধার কার্ড পায়? খোলা সীমান্তের সুযোগে তারা ভারতে ঢুকছে। রাজ্য সরকারকে বলেও সীমান্ত লাগোয়া জমি কেন্দ্র সরকার নিতে পারছেনা। এর জন্য কাঁটাতার দেওয়া যাচ্ছেনা।