Jason Cummings: তিন বছরের চুক্তিতে বাগান দলে যোগ দিলেন কামিন্স

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগান সুপারজায়ান্টসে সই করছেন জেসন কামিন্স (Jason Cummings)। আজ কিছুক্ষণ আগেই সেই কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় সবুজ-মেরুনের তরফ থেকে।…

ATK Mohun Bagan's forward Jason Cummings

অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মোহনবাগান সুপারজায়ান্টসে সই করছেন জেসন কামিন্স (Jason Cummings)। আজ কিছুক্ষণ আগেই সেই কথা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয় সবুজ-মেরুনের তরফ থেকে। সেই অনুযায়ী আসন্ন তিনটি মরশুমের জন্য বাগান দলের হয়ে খেলবেন এই অজি তারকা ফুটবলার। তার আগমনে আগের তুলনায় আরও যে শক্তিশালী হয়ে উঠল হুয়ান ফেরেন্দোর দল, তা বলাই চলে। আগত আইএসএল মরশুমে এবার এই বিশ্বকাপার কে সামনে রেখেই নিজেদের একাদশ সাজানোর পরিকল্পনা থাকবে ফেরেন্দোর।

গত মরশুমে অস্ট্রেলিয়ার সেন্ট্রালকোস্ট মেরিনার্সের হয়ে যথেষ্ট ছন্দে থেকেছেন জেসন কামিন্স। মোট দুই মরশুমে প্রায় ৫১ টি গোল করেছেন সেন্ট্রালকোস্ট দলের জার্সিতে। পাশাপাশি অন্যান্য দেশের একাধিক বিদেশি লিগ ও দেশের হয়ে শেষ বিশ্বকাপে ও মাঠে নেমেছেন তিনি। এবার নতুন এক অধ্যায় শুরু করতে ভারতে আসছেন এই অজি বিশ্বকাপার।

বলাবাহুল্য, অস্ট্রেলিয়ায় ফুটবল মরশুম শেষ করার পর অন্যকোনো বড় দলেই যোগদান করার পরিকল্পনা ছিল কামিন্সের। সেইমতো এশিয়ার বেশকিছু দলের সঙ্গে ও কথাবার্তা চালাচ্ছিল কামিন্সের এজেন্ট। তবে মোহনবাগান সুপারজায়ান্টস দলের মতো এতবড় আর্থিক প্রস্তাব নাকি অন্য কোথাও পাননি কামিন্স। যারফলে, শেষ পর্যন্ত ভারতেই আসতে রাজি হয়ে যান তিনি। একটা সময় মুম্বাই সিটি এফসি এই তারকা ফুটবলার কে নেওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও শেষ হাসি হাসল সবুজ-মেরুন।

বলাবাহুল্য, কামিন্সের এই আগমন আগত ফুটবল মরশুমে যথেষ্ট শক্তিশালী করে তুলবে সবুজ-মেরুন ব্রিগেড কে। গত কয়েকদিন আগেই বাগান শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন আর্মান্দো সাদিকু। তাছাড়াও দলে রয়েছেন দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে ম্যাকহিউ ও অনিরুদ্ধ থাপার মতো ফুটবলার। তাদের উপস্থিতিতে দল যে আরও শক্তিশালী হয়ে উঠবে তা স্পষ্ট হয়ে উঠল।