Coochbehar: নিহত বিজেপি নেতা সমাজবিরোধী: উদয়ন গুহ

কোচবিহারে (coochbehar) বিজেপি নেতাকে প্রকাশ্যে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পুলিশের তদন্ত চলছে। এর মাঝে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী স্থানীয় তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ বললেন, মৃত…

Udayan Guha

কোচবিহারে (coochbehar) বিজেপি নেতাকে প্রকাশ্যে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য। পুলিশের তদন্ত চলছে। এর মাঝে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী স্থানীয় তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ বললেন, মৃত প্রশান্ত রায় যেমন বিজেপির সাথেও যুক্ত তেমনই সমাজবিরোধী কাজের সাথেও যুক্ত। এই খুন সমাজ বিরোধীদের মধ্যে গোষ্ঠিবাজি কিনা তা খতিয়ে দেখা দরকার।

মন্ত্রীর মন্তব্যে বিতর্ক আরও তীব্র। কোচবিহার জেলা সহ রাজ্য জুড়ে শোরগোল পড়েছে। তবে নিহত বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়ার মৃত্যু দু:খজনক বলেছেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, বিজেপি নেতার খুনের সাথে তৃণমূলের কেউ জড়িত নয়।

তৃণমূলের দাবি অস্বীকার করেছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিহত প্রশান্ত রায় বসুনিয়া দিনহাটার বাসিন্দা। জেলা বিজেপি সূত্রে খবর, দিনহাটার পুটিমারি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত শিমুলতলায় বিজেপির ২৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন প্রশান্ত রায় বসুনিয়া।

শুক্রবার দুপুরে প্রশান্ত রায় বসুনিয়াকে ঘরের মধ্যেই গুলি করে খুন করা হয়। তার মায়ের সামনেই গুলি চালায় দুষ্কৃতিরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থলে আসেন প্রতিবেশীরা। রক্তাক্ত প্রশান্তকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।