মনোনয়নপর্ব শেষ হতেই উত্তপ্ত শীতলকুচি। তৃণমূল প্রার্থীকে বেঁধে রেখে মারধরের অভিযোগ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের (coochbehar) শীতলকুচির লালবাজার এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালবাজার গ্রাম পঞ্চায়েতের ২৭৮ নম্বর বুথের বুথ সভাপতি তথা আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পদপ্রার্থী খবির হোসেন মিঞা। তার বয়ান অনুযায়ী, তিনি রাতে খাবার খেয়ে শুতে গেছিলেন। ঠিক সেই সময় ঘরের সিঁধ কেটে তাঁর ঘরে প্রবেশ করে দুষ্কৃতীরা।
খবির হোসেনের অভিযোগ, তার হাত-পা, চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। তার চোখেমুখে রাসায়নিক পদার্থ ছিটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করেন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহর।
সকাল থেকে এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লালবাজার বটতলা এলাকায় পথ অবরোধে সামিল হন কয়েকশো কর্মী সমর্থক।
বিক্ষোভকারী এক তৃণমূল নেতা বলেন, “আমাদের নেতা মাটির ঘরে থাকেন। তাঁর ঘরে রাতে সিঁধ কেটে ঢুকে অমানবিক অত্যাচার করা হয়েছে। হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানো হয়েছে। তিনি মাথাভাঙা হাসপাতালে এখন ভর্তি। শীতলকুচিতে মনোনয়ন অত্যন্ত শান্তিপূর্ণভাবে হয়েছে। তারপরেও আমাদের প্রার্থীর ওপর অত্যাচার মানা যায় না।”
শীতলকুচি থানার পুলিশ অবরোধ তোলার চেষ্টা করছে। শেষ পাওয়া খবর অনুযায়ী পথ অবরোধ এখনও চলছে।