Malda: নাবালিকার মৃতদেহ ঘিরে হাসপাতালে BJP-CPIM সংঘর্ষ, মালদা মেডিকেল সরগরম

মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে বাম-রাম খণ্ডযুদ্ধ। এর জেরে তীব্র চাঞ্চল্য। জেলার কালিয়াচকে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু হয়। পরে সেই দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল…

মালদা (Malda) মেডিকেল কলেজ হাসপাতালে বাম-রাম খণ্ডযুদ্ধ। এর জেরে তীব্র চাঞ্চল্য। জেলার কালিয়াচকে এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যু হয়। পরে সেই দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের মর্গের সামনে বিজেপি ও সিপিআইএম সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে বচসায় জড়িয়ে পড়ে। সেখানেই শুরু হয় খণ্ডযুদ্ধ। দুটি দলই পরস্পরের বিরুদ্ধ হামলার অভিযোগ করেছে।

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক কিশোরীর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ও তার জেরে পুরো কালিয়াগঞ্জ গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ। একইভাবে মালদার কালিয়াচকে এক নাবালিকার মৃত্যুর জেরে সরগরম পরিস্থিতি।

কালিয়াচক থানার আকুন্দবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের উজিরপুর গ্রামে ওই নাবালিকার দেহ মিলেছে। অভিযোগ, তাকে ধর্ষণ করে খুন করা হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।

মেডিকেল মর্গের সামনে এলাকার বাম ও বিজেপি সমর্থকরা জড়ো হন। বিজেপির অভিযোগ, স্থানীয় এত সিপিআইএম নেত্রী ওই নাবালিকার মাকে জোর করে একটি কাগজে স্বাক্ষর করাচ্ছিল। তাতে বাধা দেওয়ায় বাম সমর্থকরা হামলা চালায়। সিপিআইএমের অভিযোগ, মৃচদেহ নিয়ে রাজনীতি করছে বিজেপি। তাদের বাধা দিতে গেলে হামলা শুরু করে। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

মৃত নাবালিকার পরিবার জানি়য়েছে, এক বন্ধুর ডাকে সোমবার পরিবারের অমতেই বাড়ি থেকে বেরিয়ে গেছিল মেয়েটি। মঙ্গলবার সকালে তার দেহ উদ্ধার হয়।