Weather Update: উত্তরবঙ্গের তাপমাত্রা নিম্নমুখী, পারদ নেমেছে ৫ ডিগ্রিতে

অবশেষে পারদ নামল এক অঙ্কে৷ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ব্যাটিং শুরু করছে ঠান্ডা৷ একেবারে মারল ছয়৷ গোটা উত্তরবঙ্গে জুড়ে অনুভব হচ্ছে কনকনে ঠান্ডা৷ এতো ঠান্ডাতেও পর্যটকরা…

bengal-winter

অবশেষে পারদ নামল এক অঙ্কে৷ বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে ব্যাটিং শুরু করছে ঠান্ডা৷ একেবারে মারল ছয়৷ গোটা উত্তরবঙ্গে জুড়ে অনুভব হচ্ছে কনকনে ঠান্ডা৷ এতো ঠান্ডাতেও পর্যটকরা কিন্তু নিজেদের হোটেলে বন্দি করে রাখেনি৷ তাঁরাও বেশ অনুভব করছে এই হাড় কাপানো ঠান্ডা৷

শুক্রবার সকাল থেকে শিলিগুড়িতে বেশ ঠান্ডা৷ দেখা মিলিছে হালকা রোদের৷ বইছে হিমেল হাওয়া৷ তাপমাত্রা নেমেছে ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে৷ দার্জিলিং-এ পারদ ৫-৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷ কালিম্পং-এ তাপমাত্রা ৭-৮ ডিগ্রিতে নেমেছে৷ জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১০.০২ ডিগ্রি সেলসিয়াস৷

ডুয়ার্সেও পরিষ্কার আকাশ৷ সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস৷ আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে৷ কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে৷ ইসলামপুরে আকাশ পরিস্কার থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস৷ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১০.০৩ ডিগ্রি৷

অন্যদিকে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এরাজ্যে সোমবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা৷ মঙ্গলবারের পর আবহাওয়ার পরিবর্তন ঘটবে৷ বুধবার থেকে ফের বাংলায় শীতের দ্বিতীয় স্পেল৷ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ঊর্ধুমুখী পারদ৷ আগামী ৩-৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান৷

কলকাতা সহ দক্ষিণবঙ্গে নতুন করে জাঁকিয়ে শীত পড়বে ১০ জানুয়ারি থেকে৷ শুক্র ও শনিবার অর্থাৎ ৫-৬ জানুয়ারি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস৷ যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি৷