DJ Ali Merchant: আজান শুনে কনসার্টের গান বন্ধ করলেন ডিজে আলি মার্চেন্ট

কিছুদিন আগে পুনেতে কনসার্ট করতে গিয়েছিলেন ডিজে আলি মার্চেন্ট (DJ Ali Merchant)। জোরে জোরে বাজছিল গান। হঠাৎ কয়েক মিনিটের জন্য গান থামিয়ে দেন আলি মার্চেন্ট। তখন ডিজে আলি মার্চেন্টের বাজানো গানে সামনে দাঁড়িয়ে থাকা দর্শক-শ্রোতারা মেতেছিলেন।

DJ Ali Merchant

কিছুদিন আগে পুনেতে কনসার্ট করতে গিয়েছিলেন ডিজে আলি মার্চেন্ট (DJ Ali Merchant)। জোরে জোরে বাজছিল গান। হঠাৎ কয়েক মিনিটের জন্য গান থামিয়ে দেন আলি মার্চেন্ট। তখন ডিজে আলি মার্চেন্টের বাজানো গানে সামনে দাঁড়িয়ে থাকা দর্শক-শ্রোতারা মেতেছিলেন।

গান থামিয়ে দেওয়ার কারণ গানের মাঝেই আজান শোনা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা এমনই একটি ভিডিয়ো নিয়ে আলোচনা শুরু হয়। এবিষয়ে আলি মার্চেন্ট বলেন, ‘রমজান মাস চলছিল, সেসময় আজানকে সম্মান জানানো গুরুত্বপূর্ণ। আর আমার অনুষ্ঠান আজান শুরু হওয়ার মাত্র ৩০ মিনিট আগে শুরু হয়েছিল।’

ডিজে আলি বলেন, ‘আমি যখন গান বাজানো বন্ধ করি, তখন ভিড়ের মধ্যেও কয়েকজন ট্রোলার ছিলেন, যাঁরা বলেন, আমি ভয় পেয়েছি বলেই গান বন্ধ করে দিয়েছি। তখন আমিও চেঁচিয়ে বলি, আমি শুধু আল্লাকে ভয় করি।’

আলি মার্চেন্ট জানান, ‘যখন আমি গান বন্ধ করেছিলাম তখন সবাই হতবাক, কেন করলাম, অনেকেই বুঝতে পারেননি। প্রযোজক থেকে শুরু করে আয়োজক সবাই হতবাক। কিন্তু শেষ পর্যন্ত, সবাই এই পদক্ষেপকে সম্মান করেছিলেন।’

আলি মার্চেন্ট বলেন, ওই কনসার্টে প্রায় ৪-৫ হাজার লোকজন ছিলেন, কিন্তু সকলেই চুপ ছিলেন। তাঁর কথায়, ‘ আমার মনে হয় সব ধর্মকেই সম্মান দেখানো উচিত।’