Sangyog Yatra: অভিষেকের নবজোয়ারের প্রথম দিনেই তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, ব্যালট লুঠ

মঙ্গলবার কোচবিহারের কালী মন্দিরে পুজো দিয়ে তাঁর জনসংযোগ যাত্রার (Sangyog Yatra) সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাহেবগঞ্জ এবং গোসানিমানিতে প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটের কথা হয়েছিল।

TMC leader Abhishek Banerjee standing in front of a microphone at a political rally

মঙ্গলবার কোচবিহারের কালী মন্দিরে পুজো দিয়ে তাঁর জনসংযোগ যাত্রার (Sangyog Yatra) সূচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।  সাহেবগঞ্জ এবং গোসানিমানিতে প্রার্থী বাছাই নিয়ে গোপন ব্যালটে ভোটের কথা হয়েছিল।

এই নিয়ে প্রথম দিনই চরমে বিশৃঙ্খলা। অভিষেক সভাস্থল ছাড়তেই ব্যালট নিয়ে তৃণমূলের দু পক্ষের মধ্যেই বিবাদ শুরু হয়ে যায়। গোসানিমানিতে হাতাহাতি হয় এমনকি ব্যালট পেপার লুঠ হয়। একই ভাবে সাহেব গঞ্জে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগ ব্যালট বাক্স ভাঙারও।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ নাজেহাল হয়ে পড়ে। পরে ভোটাভুটি ফের শুরু হলেও তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। তৃণমূলের বহু কর্মী অভিযোগ করেছেন যে তাঁরা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। কারণ তাঁরা ব্যালটই হাতে পাননি।

পঞ্চায়েতে প্রার্থী বাছাই করতে অভিনব পদক্ষেপ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনও দুই সভায় তিনি বলেছেন, তৃণমূল পঞ্চায়েতের প্রার্থী বাছাই করবে না। পঞ্চায়েতের প্রার্থী বাছবে মানুষ। এমন প্রার্থীকে তাঁরা বেছে নেবেন যাঁরা দশ দিনের কাজ দু’দিনে করবেন।

টিকিট নিয়ে দলের মধ্যে দ্বন্দ্ব হবে তা ঘাসফুল শিবির আগেই জানত। তা ঠেকাতেই এবার গোপন ব্যালটের আশ্রয় নিয়েছিল দল। সূত্রের খবর, ওই দুই জায়গাতেই ফের বুধবার ভোট নেওয়া হবে।