Coochbehar: ফের গুলি কোচবিহারে, তৃণমূল সমর্থক গুরুতর জখম

অশান্তির রেশ কাটেনি। ফের গুলি চলল (coochbehar) কোচবিহারে। গীতালদহে গুলিতে জখম এক তৃণমূল প্রার্থীর ভাই। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার দিনহাটায় গুলি করে খুন করার ঘটনা ঘটে। তার পরপর গীতালদহে চলল গুলি।

দিনহাটার গীতালদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভোরামের প্রার্থী তথা বিদায়ী প্রধান বিজলি খাতুন। মঙ্গলবার চলছিল তার প্রচার। অভিযোগ ওঠে, প্রচার সেরে ফেরার পথে বিজলির ভাই সাহানুর হককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা।

   

এই ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোচবিহারের হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তৃণমূল এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়েছিল। সেই সময় গুলি চলে। জখম হন ৫ জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় বাংলাদেশের দুষ্কৃতীরা জড়িত বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। কয়েকঘণ্টার ব্যবধানে ফের চলল গুলি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন