উত্তপ্ত (NBU) উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। চলছে রাজ্যপাল গো ব্যাক ধ্বনিতে বিক্ষোভ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে বৈঠক বিরোধিতা চলছে। এগারোটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে হবে। ১০ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিলিগুড়িতে এসে উপস্থিত হয়েছেন। বাদ বর্ধমান।
সকালে দার্জিলিং থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় আসেন রাজ্যপাল রাজ্যপাল সি ভি আনন্দ বোস। পড়ুয়াদের স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলিকে আর কীভাবে পরিচালনা করা যায়, সে ব্যাপারেও আলোচনা ও উপাচার্যদের কাছ মতামত নেবেন রাজ্যপাল। তবে বৈঠক ভালো চোখে দেখছেনা নবান্ন। চলছে বিক্ষোভ। বৈঠক ঘিরে সংঘাত আরও তীব্রতর হয়েছে রাজ্য বনাম রাজ্যপালের।
বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলির কী অবস্থা, কোথায় খামতি রয়েছে, আর কী কী প্রয়োজন, কী করলে ছাত্রছাত্রীদের পঠন পাঠন আরও ভাল হবে, তা নিয়ে আলোচনা হতে চলেছে।
২৬শে জুন দুদিনের দার্জিলিং সফরে আসেন রাজ্যপাল। সেদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারপর ক্যাম্পাস চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি।
এদিন ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঢোকার মুখেই গো ব্যাক স্লোগান, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ ও সমর্থকরা। রাজ্যপালের গাড়ির সামনে বসে পড়েন তারা।