Eid: কোরবানি হবেনা বলে হনুমান চালিসা পাঠ, সংখ্যালঘু পরিবারকে হেনস্থার অভিযোগ

মুম্বই গরম। কোরবানির ঈদের (Eid) আগে সামাজিক হেনস্থার শিকার এক মুসলিম দম্পতি। তাঁদের ঘিরে চলছে হইহল্লা। চলছে হনুমান চালিসা পাঠ। তীব্র উত্তেজনার পরিবেশ। আতঙ্কিত ওই…

মুম্বই গরম। কোরবানির ঈদের (Eid) আগে সামাজিক হেনস্থার শিকার এক মুসলিম দম্পতি। তাঁদের ঘিরে চলছে হইহল্লা। চলছে হনুমান চালিসা পাঠ। তীব্র উত্তেজনার পরিবেশ। আতঙ্কিত ওই দম্পতিকে কোনওরকমে পুলিশ উদ্ধার করেছে।

অভিযোগ, মহসিন নামে এক ব্যক্তির ঘরে কয়েকটি ছাগল ছিল। তাঁকে কোরবানি দিতে নিষেধ করা হয়। মহসিন যে আবাসন কমপ্লেক্সে থাকেন সেখানকার বাসিন্দারা সরাসরি বলেছেন এই আবাসনে কোরবানি চলবে না।

শুরু হয় ওই ব্যক্তিকে ঘিরে হনুমান চালিসা পাঠ। হাজার খানেক আবাসন নিবাসী তীব্র আওয়াজ করতে থাকেন।

মহসিন শেখের বাড়িতে ছাগল আনার প্রতিবাদে একটি বিশেষ বিশ্বাসের বাসিন্দারা সোসাইটি চত্বরে জড়ো হয়ে ছাগলগুলোকে সমাজ থেকে বের করে দেওয়ার দাবি জানান। বাসিন্দারা ধর্মীয় স্লোগানও উত্থাপন করেছিলেন।

 

মহসিন জানান, প্রতি বছর তাকে ছাগল রাখার জন্য জায়গা দেওয়া হয়। এই বছরই ছাগল রাখার অনুমতি দেয়নি। তাই  পশুগুলিকে বাড়িতে নিয়ে আসি। তিনি আরও দাবি করেন, তিনি আবাসন কমপ্লেক্সে কখনো ছাগল কোরবানি দেননি।

খবর পেয়ে পুলিশ বিরোধ নিষ্পত্তি করতে হস্তক্ষেপ করে এবং সোসাইটির সদস্যদের আশ্বস্ত করে যে নিয়ম অনুসারে সমাজে বলিদান হবে না। ঘটনার পর ওই ব্যক্তি ছাগলগুলোকে সমাজ থেকে সরিয়ে দেয়।