Balurghat: অধ্যাপক কম নন! অভিযোগ চাকরি দিতে লক্ষ লক্ষ টাকা কামিয়েছেন

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। টেট হোক বা এসএসসি, দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছেন হবু শিক্ষক শিক্ষিকারা। এরই মাঝে এবার স্কুলে চাকরি পাইয়ে…

শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। টেট হোক বা এসএসসি, দুর্নীতির অভিযোগ তুলে পথে নেমেছেন হবু শিক্ষক শিক্ষিকারা। এরই মাঝে এবার স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল খোদ এক অধ্যাপকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বালুরঘাট (Balurghat)-এ।

অভিযোগ, প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বালুরঘাট কলেজের এক অধ্যাপক। এদিকে টাকা দিয়েও মেলেনি চাকরি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই মহিলা। শুধু পুলিশ সুপার নন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকেও অভিযোগ জানান বালুরঘাট রঘুনাথপুর এলাকার বাসিন্দা তিলকি কর্মকার বলে খবর।

তিলকি কর্মকার জানিয়েছেন, কখনও নিয়োগপত্র দেওয়া হবে বলে বালুরঘাট ডিপিএসসি, আবার কখনও কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখতেন ওই অধ্যাপক। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় বালুরঘাট রঘুনাথপুর এলাকার প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী তিলকি কর্মকারের সন্দেহ হয়। এরপরই তিনি টাকা ফেরত চান।

এদিকে অভিযুক্ত অধ্যাপকের দাবি, তাদের ছেলে ফেঁসে গিয়েছে। তার মূল্যও চোকাতে হচ্ছে তাদের। অভিযোগ, ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বের হয়। সেই সময়ই বালুরঘাট কলেজের ইংরেজি বিভাগের এক অধ্যাপক চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেন।