লকেট ও ‘বিদ্রোহী’ রীতেশের বৈঠক ঘিরে শুরু নয়া জল্পনা

প্রথম দফার পুরভোটে কার্যত বিধ্বস্ত বঙ্গ বিজেপি। জয়প্রকাশ মজুমদার ইতিমধ্যেই রাজ্য বিজেপির নেতৃত্বদের নিশানা করে হারের জন্য দায়ী করেছেন। এবার গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়িয়ে বৈঠকে…

প্রথম দফার পুরভোটে কার্যত বিধ্বস্ত বঙ্গ বিজেপি। জয়প্রকাশ মজুমদার ইতিমধ্যেই রাজ্য বিজেপির নেতৃত্বদের নিশানা করে হারের জন্য দায়ী করেছেন। এবার গেরুয়া শিবিরে অস্বস্তি বাড়িয়ে বৈঠকে বসলেন রীতেশ তিওয়ারি এবং বঙ্গ বিজেপির অন্যতম সাধারণ সম্পাদিকা তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

বিজেপি সূত্রে খবর, বিদ্রোহীদের সঙ্গে লকেটের সম্পর্ক শুরু থেকেই ভালো এবং নেত্রী তাঁদের সমর্থন করেন। রীতেশকে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিজেপি। এইসময়ে তাঁদের বৈঠক নতুন জল্পনা তৈরি

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জানা গিয়েছে, পুরভোটের ফলাফল নিয়ে তাঁদের দুজনের মধ্যে আলোচনা হয়েছে। সাংগঠনিক দিক থেকে দল যে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে একথা স্বীকার করেছেন লকেট।

কয়েকদিন আগে পর্যন্ত লকেটের দল ছাড়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই জল্পনায় হুগলী সাংসদ নিজেই ইতি টানেন। তিনি জানান, দলীয় নেতৃত্ব তাঁকে উত্তরাখণ্ডের বিধানসভা নির্বাচনে আগে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। তাই তাঁকে বাংলায় তেমন সক্রিয় দেখা যায়নি। সোমবার উত্তরাখণ্ডে নির্বাচনের পরই দিল্লি ফিরে বহিষ্কৃত নেতার সঙ্গে বৈঠক করলেন।

শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল, চন্দননগর-এই চার পুরনিগমের ফল ঘোষণা হয়েছে। তৃণমূল বিপুল হারে জয় লাভ করেছে। বিধাননগর ও চন্দননগরে খাতা খুলতে পারেনি বিজেপি। এমনকি উত্তরবঙ্গে বিজেপির গড় শিলিগুড়িতে এই প্রথম পুরবোর্ড গঠন করবে মমতার সরকার।