Murshidabad: পঞ্চায়েত বোর্ড গঠনে সংঘর্ষ, মুর্শিদাবাদের খড়গ্রামে খুন যুবক

ফের রক্তাক্ত মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম।  পঞ্চায়েত বোর্ড গঠন ঘিরে রাজনৈতিক সংঘর্ষে খুন করা হল ওই যুবককে। নিহতের নাম হুমায়ূন কবীর। তৃণমূল ও কংগ্রেস সংঘর্ষে খুন। এই খুনের জেরে তীব্র আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রকাশ্যে ভোজালি মেরে খুন করা হয় হুমায়ূনকে। একটি দোকানে চা খাওয়ার সময় তাকে খুন করা হয়।

জানা গেছে, পঞ্চায়েত ভোটে হুমায়ূনের মা কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিলেন। তবে তিনি ও আরও কয়েকজন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। নিহতের পরিবারের তরফে অভিযোগ, বোর্ড গঠনের সময় তৃনমূলের পরাজিত গেষ্ঠির সাথে জয়ী গোষ্ঠির বাদানুবাদ শুরু হয়। এর জেরে উত্তেজিত কয়েকজন হুমায়ূনকে ভোজালি মারে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন।

   

মঙ্গলবার চায়ের দোকানে বসেছিলেন হুমায়ুন। তখন আচমকাই দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন আরও একজন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। কংগ্রেসের অভিযোগ, হুমায়ুনের মা তৃণমূলে যোগ দেওয়ায়, প্রতিশোধের নিতে খুন করা হয়েছে তাকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

জানা গেছে, মৃতের মা সানোয়ারা বেওয়া কংগ্রেস থেকে ভোটে জিতেছিলেন। গত রবিবার তৃণমূলে যোগদান করেন তিনি। বুধবার সাদল গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন ছিল। তারপরই তার ছেলেকে খুন করা হয় বলে অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় থমথমে পরিবেশ গোটা এলাকায়। মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন