Kolkata Derby: বৃহস্পতিবার থেকে ডার্বি টিকিট, কোথায় ও কত টিকিট পাবেন সমর্থকরা

আসন্ন ডুরান্ড কাপের ডার্বি (Kolkata Derby) নিয়ে গত কয়েকদিন ধরেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে।

Derby Match

আসন্ন ডুরান্ড কাপের ডার্বি (Kolkata Derby) নিয়ে গত কয়েকদিন ধরেই প্রবল উন্মাদনা দেখা দিয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। যারফল স্বরূপ আজ সকাল থেকেই ময়দানের দুই প্রধানের তাঁবুর সামনে ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। তবে টিকিট হাতে পাননি কেউ। যারফলে, প্রবল হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। 

তবে ঘন্টাকয়েক আগেই এই নিয়ে বিশেষ বিবৃতি জারি করা হয় ডুরান্ড কমিটির তরফ থেকে। সেই অনুযায়ী আগামী ১০ ও ১১ তারিখ ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাব তাঁবু থেকে মিলবে ডার্বির টিকিট। সকাল ১১টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য বিক্রি হবে ম্যাচ টিকিট। এছাড়াও পরিস্থিতি বুঝে ১২ তারিখ অর্থাৎ ম্যাচের দিনেও বিক্রি করা হবে। তবে এক্ষেত্রে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিলবে টিকিট কেনার সুবিধা।

কিন্তু কত সংখ্যক টিকিট থাকছে দলের সমর্থকদের জন্য? যতদূর জানা গিয়েছে, এবারের ডুরান্ড কাপে মোট ৫ হাজার কমপ্লিমেন্টারি টিকিট পাঠানো হবে। অর্থাৎ দুই প্রধানেই পাঠানো হবে ৫ হাজার করে টিকিট। এছাড়াও আড়াশো টিকিট পাবে মহামেডান স্পোর্টিং ক্লাব। সেইসাথে মোট ১২০০টি কমপ্লিমেন্টারি টিকিট প্রেরন করা হবে আইএফএ অফিসে।

এছাড়াও বাকি সমস্ত টিকিট রাখা থাকবে দুই প্রধানের সাধারন সমর্থকদের জন্য। এক্ষেত্রে, ১৫ হাজার করে টিকিট থাকছে মোহনবাগান সমর্থকদের জন্য। বাকি ১৫ হাজার টিকিট থাকছে লাল-হলুদ সমর্থকদের জন্য। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সেই টিকিট সংগ্ৰহ করতে পারবেন দুই দলের সমর্থকরা।

গতকাল টিকিট সংক্রান্ত বিষয় নিয়েই রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনায় বসেন মোহনবাগান সচিব দেবাশীষ দত্ত ও লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। এক্ষেত্রে প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও কমপ্লিমেন্টারি টিকিট নিয়েই দেখা দেয় যত সমস্যা। যারফলে, মাঝপথেই বৈঠক ছেড়ে বেড়িয়ে যান লাল-হলুদ কর্তা। তবে বর্তমানে অনেকটাই শান্ত হয়েছে পরিস্থিতি।