Calcutta League: রেলওয়ে এফসির বিপক্ষে সহজ জয় পেল ইস্টবেঙ্গল

আবারও জয় তুলে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগের (Calcutta League) গত ম্যাচে রঞ্জন চৌধুরীর ভবানীপুরের বিপক্ষে ড্র করলেও আজ ফের জয়ের সরনীতে লাল-হলুদ।

East Bengal Railway FC

আবারও জয় তুলে নিল ইস্টবেঙ্গল (East Bengal)। কলকাতা লিগের (Calcutta League) গত ম্যাচে রঞ্জন চৌধুরীর ভবানীপুরের বিপক্ষে ড্র করলেও আজ ফের জয়ের সরনীতে লাল-হলুদ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ নিজেদের ঘরের মাঠে রেলওয়ে ফুটবল ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিল বিনো জর্জের ছেলেরা।

নির্ধারিত সময়ের শেষে সেই ম্যাচে ২-০ ব্যবধান নিয়ে জয় তুলে নিল ইমামি ইস্টবেঙ্গল ব্রিগেড। দলের হয়ে গোল করেন আমন সিকে ও নিশু কুমার। আজকের এই জয়ের ফলে আগত ডুরান্ড ডার্বি ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দলের ফুটবলাররা। এবার ডুরান্ড ডার্বির দিকে তাকিয়ে সকলে।

উল্লেখ্য, এবারের কলকাতা লিগের শুরুতে রেনবো এফসির বিপক্ষে গোলশূন্যভাবে ড্র করলেও পরবর্তীকালে ছন্দে ফেরে ইস্টবেঙ্গল দল। এমনকি দুই ম্যাচ মিলিয়ে ১০ গোল করার ও রেকর্ড রয়েছে দলের। তবে শেষ ম্যাচে শক্তিশালী ভবানীপুরের কাছে পিছিয়ে থেকে নিজেদের হার বাঁচিয়েছিল লাল-হলুদ দল। তবে আজ রেলওয়ে এফসির বিপক্ষে খুব সহজেই জয় তুলে নিল মশাল ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই একাধিক আক্রমণে ফালা হয়ে গিয়েছিল প্রতিপক্ষ দলের রক্ষণ। যারফলে, ম্যাচের ঠিক ২০ মিনিটের মাথায় আমন সিকের করা গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দল। প্রথমার্ধের শেষে ওই ফলাফল নিয়েই এগিয়ে থাকে লাল-হলুদ।

তবে দ্বিতীয়ার্ধে রেলওয়ে দলের তরফ থেকে কিছুটা উঠে এসে খেলার চেষ্টা করলেও লাল-হলুদ মাঝমাঠের কাছে কিছুটা হলেও থমকে যেতে হয় তাদের। তবে রেলওয়ে দলের তরফ থেকে একাধিকবার গোলের সুযোগ এলেও ইস্টবেঙ্গল গোলরক্ষকের দক্ষতায় তা থমকে যায়। তবে দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটের মাথায় লাল-হলুদ ডিফেন্ডার নিশু কুমারের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বিনো জর্জের ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত এই ফলাফলেই নিজেদের ঘরের মাঠে জিতে নেয় আজকের ম্যাচ।