Alipurduar: সংকোশের তীরে হাতির কাটা মাথা দেখে ভয়, অসম না বাংলা কোথায় খুন?

বন্য হাতির মাথা ও পা কাটার পর দেহাংশ সংকোশ নদীতে ভাসিয়ে দিয়েছিল চোরা শিকারীরা। এর পর থেকেই প্রশ্ন, হাতিটাকে কোথায় মারা হয়েছিল? এখনও এর উত্তর…

Elephant body parts found again in Alipurduar

বন্য হাতির মাথা ও পা কাটার পর দেহাংশ সংকোশ নদীতে ভাসিয়ে দিয়েছিল চোরা শিকারীরা। এর পর থেকেই প্রশ্ন, হাতিটাকে কোথায় মারা হয়েছিল? এখনও এর উত্তর অজানা। নিমাইটাপু এলাকাটি অসম-বাংলা সীমানার কাছেই। আলিপুরদুয়ার (Alipurduar) জেলার এখানেই সংকোশ নদী থেকে পরপর দুদিনে হাতির মাথা ও পা উদ্ধার হয়। এবার উদ্ধার হওয়া সেই হাতির ‘রেসিডেন্সিয়াল এরিয়া’ অসম না বাংলা? তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

হাতির কাটা মাথা ও পা উদ্ধারের নৃশংসতার ছাপ পড়েছে দুরাজ্যেই। চোরাশিকারীরা দাঁত কেটে নিয়ে দেহ টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে অসম-বাংলা, দুরাজ্যেরই বনমন্ত্রীর বক্তব্য “এই হাতি তাদের রাজ্যের নয়।” তবে মৃত হাতি কোন রাজ্যের?

   

চোরাশিকারীদের নজর পড়ছে আলিপুরদুয়ারের বক্সার উপর? বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন এটা নিয়ে স্পষ্ট কোন ব্যাখ্যা দিতে পারেন নি। তার বক্তব্য, “সাম্প্রতিককালে বক্সায় এ ধরনের ঘটনা ঘটেনি। আমাদের সার্চে এমন কিছু তথ্য উঠে আসেনি। আর যে পা পাওয়া গিয়েছে, তা ওই হাতির কিনা তাও স্পষ্ট নয়। পরীক্ষা চলছে। দুটোর মিল পাওয়া যায় কিনা তা দেখা হচ্ছে।”

উল্লেখ্য হাতি রহস্য এখন ও রয়ে গেছে। তবে কোন রাজ্যের বন দফতর বিষয়টি চেপে দিচ্ছে?প্রশ্ন থেকে যাচ্ছেই। জঙ্গলে হাতির সংখ্যা বাড়ছে।খাবারের অভাব দেখা দিচ্ছে। হাতি গ্রামে খাবারের জন্য হানা দিচ্ছে।এই সুযোগেই  চোরাশিকারীরা সক্রিয় হচ্ছে।