লাল-হলুদ জার্সিতে অভিষেক ঘটল মুথুট অ্যাকাডেমির এই দাপুটে ফরোয়ার্ডের

আজ লাল-হলুদের (East Bengal ) ৮২ নম্বর জার্সিতে অভিষেক করে ফেললেন মুথুট অ্যাকাডেমির দাপুটে ফুটবলার বিষ্ণু পিভি (Vishnu PV)।

Vishnu PV

আগামী ১২ তারিখ ডুরান্ড কাপের ডার্বি। মরশুমের প্রথম ডার্বি ও বলা চলে। বর্তমানে সেদিকেই নজর রয়েছে দুই প্রধানের ফুটবলারদের। তবে তার আগেই আজ লাল-হলুদের (East Bengal ) ৮২ নম্বর জার্সিতে অভিষেক করে ফেললেন মুথুট অ্যাকাডেমির দাপুটে ফুটবলার বিষ্ণু পিভি (Vishnu PV)। তবে যতদূর জানা গিয়েছে এবারের কলকাতা লিগের কথা মাথায় রেখেই নাকি এই দাপুটে ফুটবলারকে দলে টেনেছে ইস্টবেঙ্গল।

বলাবাহুল্য, এবারের লিগের শুরুটা খুব একটা ভালো হয়নি এই প্রধানের। প্রথম ম্যাচেই রেনবো এফসির কাছে আটকে গিয়েছিল দল। পরবর্তীতে জয়ের সরনীতে ফিরে আসলেও শেষ ম্যাচে ফের ভবানীপুরের সঙ্গে ড্র করেছে ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। যারফলে, মোট ৭টি ম্যাচ খেলে এখনো পর্যন্ত গ্রুপ এর দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার এই প্রধান।

   

তবে সবকিছু মাথায় রেখেই আজ নিজেদের ঘরের মাঠে রেলওয়ে এফসির বিপক্ষে খেলতে নেমেছে লাল-হলুদ ব্রিগেড। যেই দলে দ্বীপ সাহা থেকে শুরু করে আমন সিকে, অভিষেক কুঞ্জমের মতো ফুটবলাররা দলে থাকলেও এখনো পর্যন্ত নিজেদের পুরোনো ছন্দে ফিরতে পারেননি সৌরভ ও জেসিনের মতো ফুটবলাররা। সেজন্য দলের আক্রমণভাগ মজবুত করতে এই তরুণ প্রতিভাকে দলে টেনে আনে ইস্টবেঙ্গল। বর্তমানে গোকুলাম এফসির হয়ে ‘বি’ দলে খেলা এই ফুটবলারের উপরেই এবার ভরসা রাখছে ময়দানের এই প্রধান।

বলাবাহুল্য, ইস্টবেঙ্গলের জুনিয়র দলের কোচ বিনো জর্জের নির্দেশ মতোই এই ফুটবলারকে সই করিয়েছে দল। পূর্বে একাধিক ফুটবলারদের ট্রায়ালে ডাকা হলেও শেষ পর্যন্ত বিষ্ণুকে নিতে রাজি হন কোচ। যতদূর খবর, সব ঠিক থাকলে জুনিয়র থেকে সিনিয়র দলে ডাক পেতে পারেন এই উদীয়মান প্রতিভা।