ATK Mohan Bagan: বড় জয়ের পর আজ ওডিশা বধের লক্ষ্যে এটিকে মোহনবাগান

বর্তমানে একেবারে শেষলগ্নে এসে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আগামীকাল তার ফাইনাল ম্যাচ। যেখানে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan)।

বর্তমানে একেবারে শেষলগ্নে এসে উপস্থিত হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। আগামীকাল তার ফাইনাল ম্যাচ। যেখানে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে এটিকে মোহনবাগান(ATK Mohun Bagan)। তবে এবার আইএসএল শেষ হলেই শেষ হচ্ছে না ফুটবল মরশুমে। গত ১৪ মার্চ থেকেই শুরু হয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন কর্তৃক ডেভলপমেন্ট লিগ।

যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথমে উইলিয়ামের করা গোলে বেশ কিছুক্ষন এগিয়ে থাকে মহামেডান স্পোর্টিং ফুটবল ক্লাব। এরপরেই পাল্টা জবাব দেওয়া শুরু করে এটিকে মোহনবাগান। যারফলে নির্ধারিত সময়ের শেষে ৬-১ গোলে ম্যাচ জিতে নেয় সবুজ-মেরুন। এবার সামনে ওডিশা।

নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে আজ কল্যানী স্টেডিয়ামে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে এটিকে মোহনবাগান। সেই মতোই নিজেদের দল সাজিয়েছে তারা। আধঘণ্টা আগেই নিজেদের স্যোশাল সাইটে প্রথম একাদশ ঘোষণা করে সবুজ-মেরুন শিবির। সেই অনুপাতে দলে রয়েছে অধিনায়ক অভিষেকের পাশাপাশি আমনদ্বীপ, শিবাজিত, সুহেল, টাইসন, ব্রিজেশ, এঙ্গসন, রিকি সাবং, রাজ, রবি ও গোলরক্ষক হিসেবে থাকছে অভিষেক বালোয়ারি। উল্লেখ্য, গত ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে গোল পেয়েছিলেন রিকি শাবং , এঙ্গসন সিং ও সুহেলের মতো খেলোয়াড়রা। আজও সেই ধারা বজায় থাকে কিনা সেটাই দেখার।

উল্লেখ্য, গতবছরের মতো এবার ও রিলায়েন্স ফাউন্ডেশনের তরফে আয়োজিত হচ্ছে এই ডেভলপমেন্ট লিগ। তবে গতবারের তুলনায় এবার অনেকটাই বাড়ানো হয়েছে দলের সংখ্যা। বদল এসছে রোড ম্যাপের ক্ষেত্রে। তাই গোটা দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি লড়াই করছে কলকাতা ময়দানের তিন প্রধান। এছাড়াও তাদের সাথে সমান গ্রুপে রয়েছে নিউ আলিপুর সুরুচি সংঘ, ও ইউনাইটেড স্পোর্টস ক্লাব। সেই সাথে প্রতিবেশী রাজ্য থেকে রয়েছে ওডিশা ও জামশেদপুর এফসি।