বামের মুখে রাম নাম! বিজেপিকে সমর্থন করবে সিপিআইএম ?

বিজেপিকে (BJP) সরাসরি সমর্থন করবে (CPIM) সিপিআইএম! এ যেন বামের মুখে রাম নাম! চমকে গেছে খোদ রামপক্ষ! রাজনৈতিক দৃষ্টিতে একেবারে বিপরীত মেরুতে আছে দুটি দল।…

CPM-BJP

বিজেপিকে (BJP) সরাসরি সমর্থন করবে (CPIM) সিপিআইএম! এ যেন বামের মুখে রাম নাম! চমকে গেছে খোদ রামপক্ষ! রাজনৈতিক দৃষ্টিতে একেবারে বিপরীত মেরুতে আছে দুটি দল। এর পরেও সমর্থনের বার্তা এসেছে সিপিআইএমের তরফে। এতেই রাজনৈতিক মহলে আলোড়ন। খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক বলেছেন ইস্যু মিললেই করা হবে সমর্থন।

ত্রিপুরা বিধানসভা ভোটে টানা দু’বার সরকার গড়েছে বিজেপি। বৃহস্পতিবার বিধানসভায় বিজেপি ও সিপিআ়ইএম বিধায়করা শপথ গ্রহণ করেন। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন, রাজ্যের উন্নয়নই হবে মূল ইস্যু। ত্রিপুরার উন্নয়নই লক্ষ্য। মুখ্যমন্ত্রীর মন্তব্যের রেশ ধরে সিপিআইএম বিধায়ক ও রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী বলেন, রাজনৈতিক বিরোধিতা যাই থাকুক, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত যে কোনও ইস্যুতে বিজেপিকে সরকারকে সমর্থন করবে সিপিআইএম। ত্রিপুরার উন্নয়নে বাম বিধায়করা সবসময় সরকারকে সাহায্য করবেন।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

জীতেন্দ্র চৌধুরীকে বাম পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। তিনি বলেছেন, ১১ জন বাম বিধায়ক রাজ্যের ৪০ লক্ষ মানুষের প্রতিনিধি। সংবিধান অনুযায়ী রাজ্যবাসী যে মৌলিক অধিকার পান তা নিশ্চিত করবেন বাম বিধায়করা। জীতেন্দ্র চৌধুরী বলেন, সরকারের কোনও উন্নয়ন পরিকল্পনায় সমর্থন থাকলেও সরকারের যে কোনও স্বৈরাচারী ভূমিকার বিরোধিতা করবে বাম বিধায়করা।

ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় সন্ত্রস্ত ত্রিপুরা। সিপিআইএমের অভিযোগ, সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। আর শাসকদল বিজেপির দাবি, হামলায় জড়িত প্রধান বিরোধী দল উপজাতি সংগঠন তিপ্রা মথা। তাদের সাথে গোপন আঁতাত করে হামলায় নেমেছে সিপিআইএম।