IPL Auction 2022 : দল পেলেন কোন কোন ক্রিকেটার, কারা আনসোল্ড, দেখে নিন এক নজরে

জমে উঠেছিল এবারের আইপিএল মেগা নিলামের (IPL Auction 2022) আসর। মাঠে নামার আগেই একে অন্যকে কড়া টক্কর দিল ফ্র্যাঞ্চাইজিগুলো। দীপক চাহরকে (Deepak Chahar) পাওয়ার জন্য…

IPL Auction 2022

জমে উঠেছিল এবারের আইপিএল মেগা নিলামের (IPL Auction 2022) আসর। মাঠে নামার আগেই একে অন্যকে কড়া টক্কর দিল ফ্র্যাঞ্চাইজিগুলো। দীপক চাহরকে (Deepak Chahar) পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল চারটি ফ্র্যাঞ্চাইজি। ১৪ কোটি টাকায় তাঁকে ধরে রাখতে পেরেছে চেন্নাই সুপার কিংস। শ্রেয়স আইয়ার বড় দাম দিয়ে দলে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। ১৫.২৫ কোটি টাকায় ঈশান কিষাণকে দলে নিয়েছে মুম্বাই।

এক নজরে দেখে নেওয়া যাক এবারের নিলামে কোন কোন ক্রিকেটার দল পেয়েছেন, কারা আপাতত আনসোল্ড :-

১) শিখর ধাওয়ান- পাঞ্জাব কিংস (Punjab Kings) – ৮.২৫ কোটি টাকা

২) রবিচন্দ্রন অশ্বিন – রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) – ৫ কোটি টাকা

৩) প্যাট কামিন্স – কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) – ৭.২৫ কোটি টাকা

৪) কাগিসো রাবাডা – পাঞ্জাব কিংস – ৯.২৫ কোটি টাকা

৫) ট্রেন্ট বোল্ট – রাজস্থান রয়্যালস – ৮ কোটি টাকা

৬) শ্রেয়স আইয়ার – কলকাতা নাইট রাইডার্স – ১২.২৫ কোটি টাকা

৭) মহম্মদ শামি – গুজরাট টাইটান্স (Gujarat Titans) – ৬.২৫ কোটি টাকা

৮) ফাফ দু প্লেসিস – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) – ৭ কোটি টাকা

৯) কুইন্টন ডি কক – লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) – ৬.৭৫ কোটি টাকা

১০) ডেভিড ওয়ার্নার – দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) – ৬.২৫ কোটি টাকা

১১) মনীশ পান্ডে – লখনউ সুপার জায়ান্টস – ৪.৬০ কোটি টাকা

১২) শিমরন হেটমায়ার – রাজস্থান রয়্যালস – ৮.৫০ কোটি টাকা

১৩) রবিন উথাপ্পা – চেন্নাই সুপার কিংস – ২ কোটি টাকা

১৪) জেসন রয় – গুজরাট টাইটান্স – ২ কোটি টাকা

১৫) ডেভিড মিলার – আনসোল্ড

১৬) দেবদত্ত পাডিক্কল – রাজস্থান রয়্যালস – ৭.৭৫ কোটি টাকা

১৭) সুরেশ রায়না – আনসোল্ড

১৮) স্টিভ স্মিথ – আনসোল্ড

১৯) ডোয়েন ব্র্যাভো – চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)- ৪.৪০ কোটি টাকা

২০) নীতিশ রানা – কলকাতা নাইট রাইডার্স – ৮ কোটি টাকা

২১) জেসন হোল্ডার – লখনউ সুপার জায়ান্টস – ৮.৭৫ কোটি টাকা

২২) সাকিব আল হাসান – আনসোল্ড

২৩) হর্ষল প্যাটেল – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০.৭৫ কোটি টাকা

২৪) দীপক হুডা – লখনউ সুপার জায়ান্টস – ৫.৭৫ কোটি টাকা

২৫) ওয়ানিন্দু হাসারাঙ্গা – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ১০.৭৫ কোটি টাকা

২৬) ওয়াশিংটন সুন্দর – সানরাইজার্স হায়দরাবাদ – ৮.৭৫ কোটি টাকা

২৭) ক্রুনাল পান্ডিয়া – লখনউ সুপার জায়ান্টস – ৮.২৫ কোটি টাকা

২৮) মিচেল মার্শ – দিল্লি ক্যাপিটালস – ৬.৫০ কোটি টাকা

২৯) মোহাম্মদ নবী – আনসোল্ড

৩০) ম্যাথু ওয়েড – আনসোল্ড

৩১) অম্বাতি রায়াডু – চেন্নাই সুপার কিংস – ৬.৭৫ কোটি টাকা

৩২) ঈশান কিষাণ – মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) – ১৫.২৫ কোটি টাকা

৩৩) জনি বেয়ারস্টো – পাঞ্জাব কিংস – ৬.৭৫ কোটি টাকা

৩৪) দীনেশ কার্তিক – রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – ৫.৫০ কোটি টাকা

৩৫) ঋদ্ধিমান সাহা – আনসোল্ড

৩৬) স্যাম বিলিংস – আনসোল্ড

৩৭) নিকোলাস পুরান – সানরাইজার্স হায়দরাবাদ – ১০.৭৫ কোটি টাকা

৩৮) টি নটরাজন – সানরাইজার্স হায়দরাবাদ – ৪ কোটি টাকা

৩৯) দীপক চাহার – চেন্নাই সুপার কিংস – ১৪ কোটি টাকা

৪০) উমেশ যাদব – আনসোল্ড