Happy Hug Day: BJP ত্যাগের জল্পনা বাড়ালেন জয়প্রকাশ, জাপটে ধরলেন সব্যসাচী

বিধাননগর পুরনিগম ভোটে অভিনব মুহূর্ত। বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদারকে বুকে জড়িয়ে ধরলেন সদ্য সেই দল ছেড়ে আসা সব্যসাচী দত্ত। যদিও দুজনই এই…

বিধাননগর পুরনিগম ভোটে অভিনব মুহূর্ত। বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া জয়প্রকাশ মজুমদারকে বুকে জড়িয়ে ধরলেন সদ্য সেই দল ছেড়ে আসা সব্যসাচী দত্ত। যদিও দুজনই এই বিষয়কে সৌজন্য বলেছেন।

বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের ভগবতী দেবী বালিকা বিদ্যালয়ে ভোট দিতে আসেন জয়প্রকাশ মজুমদার। ভোট দিয়ে বেরোনোর পর তৃনমূল কংগ্রেস প্রার্থী সব্যসাচী দত্তের সাথে দেখা হয়। আলাপচারিতার পর কোলাকুলি করতে দেখা যায় দুজনকে। এরপর বিজেপি প্রার্থী দেবাশিস জানার সাথে সৌজন্য বিনিময় করেন জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ, রীতেশ তিওয়ারি সহ সাসপেনশনের আওতায় থাকা বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন বলে গুঞ্জন। তবে দুই বিজেপি নেতা এখনও এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতেও ছাড়েননি।

বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন। তিনি বিজেপিতে যান। ভোটে বিজেপি সরকার গড়তে পারেনি। শুরু হয় বিজেপি ত্যাগের পালা। যথারীতি সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন ।বিধাননগরে তিনিই তৃণমূল কংগ্রেসের মেয়র মুখ।

সূত্রের খবর, জয় নিশ্চিত ধরে নিয়েছে টিএমসি শিবির। এক্ষেত্রে বিদায়ী মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে মেয়র পদে আর রাখতে চান না মমতা। সব্যসাচীকেই তিনি বেছে নেবেন। বিধানসভা ভোটের আগে সব্যসাচী দত্ত দলত্যাগ করায় জরুরি ভিত্তিতে কৃষ্ণা চক্রবর্তীকে মেয়র করেন মমতা।