জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম প্রকাশ তৃণমূলের

কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন, আজকের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছেন। তবে…

mamata banerjee

কালীঘাটে হাইভোল্টেজ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলেন পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেন, আজকের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছেন। তবে পদাধিকারীদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। 

পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ জাতীয় কর্মসমিতির ২০ জন সদস্যের নাম প্রকাশ করেন। তাঁরা হলেন- মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল ও গৌতম দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই জাতীয় কর্মসমিতির কাজ পরিচালনা করবে। তবে কে কোন পদে বসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সেই তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এখন শুধু জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছেন মমতা।

   

এদিন বৈঠক শেষে পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, আজ চারটি পুরসভায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। দলের পক্ষ থেকে এজন্য এলাকার ভোটারদের ধন্যবাদ জানানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি পুরসভাগুলিতে নির্বাচন। বৈঠক শেষে আজ তৃণমূলের হয়ে ভোট প্রচার করেন তিনি। বলেন, উন্নয়নের কথা মাথায় রেখে যেন তৃণমূলকে ভোট দেয় বাংলার মানুষ।