TMC: অভিষেক সহ সবার পদ বাতিল, শুধু সভানেত্রী মমতা

তৃণমূল কংগ্রেসে (TMC) অভ্যন্তরীণ ‘বিদ্রোহ’ দমাতে কড়া হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দলনেত্রী পদ ছাড়া বাকি সব পদ অবলুপ্তি ঘটালেন। তাঁর এই পদক্ষেপ নিয়ে দলেরই অন্দরে…

mamata banerjee in delhi

তৃণমূল কংগ্রেসে (TMC) অভ্যন্তরীণ ‘বিদ্রোহ’ দমাতে কড়া হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের দলনেত্রী পদ ছাড়া বাকি সব পদ অবলুপ্তি ঘটালেন।

তাঁর এই পদক্ষেপ নিয়ে দলেরই অন্দরে ফের আলোচনা আদতে কি একনায়কতন্ত্র চালাবেন তিনি? তবে বিশ্লেষণে উঠে আসছে এমন কড়া পদক্ষেপ নিয়ে ভাইপো তথা দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ ‘বিদ্রোহী’দের কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার জাতীয় কর্মসমিতির ২০ জন সদস্যের নাম প্রকাশ করেন। তাঁরা হলেন- মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বুলুচিক বরাইক, চন্দ্রিমা ভট্টাচার্য, কাকলি ঘোষ দস্তিদার, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অসীমা পাত্র, মলয় ঘটক, রাজীব ত্রিপাঠি, অনুব্রত মণ্ডল ও গৌতম দেব।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই জাতীয় কর্মসমিতির কাজ পরিচালনা করবে। তবে কে কোন পদে বসবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে সেই তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এখন শুধু জাতীয় কর্মসমিতির সদস্যদের নাম ঘোষণা করেছেন মমতা।