Joni Kauko: আইএসএল ফাইনালের আগের দিন গোয়ায় পা রাখলেন কাউকো

আইএসএলে (ISL) দলের ভালো পারফরম্যান্সের কথা ভেবেই একটা সময় জনি কাউকোকে (Joni Kauko) সই করিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

Joni Kauko

আইএসএলে (ISL) দলের ভালো পারফরম্যান্সের কথা ভেবেই একটা সময় জনি কাউকোকে (Joni Kauko) সই করিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। শুরুতে সব ঠিক থাকলেও এরপরেই ঘটে বিপত্তি। পায়ের চোটের জন্য কার্যত ছিটকে যেতে হয় মাঝমাঠের এই তারকা ফুটবলার কে। যারফলে একটা সময় প্রবলভাবে চাপের মুখে পড়তে হয় হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান কে। তবে সুস্থ হওয়ায় জন্য সেই সময় নিজের দেশে ফিরে যান জনি।

তবে এরপরে ও তাকে ভুলে যায়নি এটিকে মোহনবাগান। এই তারকা ফুটবলার কে বিশেষ সন্মান জানানোর জন্য ফিনল্যান্ড থেকে গোয়া উড়িয়ে আনার পরিকল্পনা করা হয় সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফে। যেমন ভাবনা তেমন কাজ। দলের ডাকে সাড়া ও দিয়েছেন জনি। আজ আইএসএল ফাইনালের আগেরদিন গোয়ার মাটিতে পা রাখলেন বাগানের এই তারকা ফুটবলার।

যারফলে, আগামী শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে এটিকে মোহনবাগানের হয়ে গলা ফাটাতে দেখা যাবে ফিনল্যান্ডের এই তারকা ফুটবলার কে। যারফলে, খুশির পরিবেশ সবুজ-মেরুন ফুটবলারদের মধ্যে। গত ২০২০ সালে ফিনল্যান্ডের হয়ে ইউরো খেলেছিলেন জনি। এবার তাকে মাঠে পেয়ে যেন বাড়তি অক্সিজেন পেতে চলেছেন প্রীতমরা।

অন্যদিকে, নিজের শহরে এসে আইএসএল জিততে মরিয়া এটিকে মোহনবাগানের আরেক তারকা ফুটবলার গ্লেন মার্টিনস। গতকাল প্লেনে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি এই গোয়ার ই ছেলে। এটিকে মোহনবাগান ফাইনালে ওঠার পর থেকেই নিজের শহরের বন্ধুদের থেকে অনেক বার্তা পাচ্ছি। ওরা প্রত্যেকে মাঠে আসছে। ওরা আমাকে আইএসএল জিততে দেখতে চায়। আমার হাতে আইএসএল ট্রফিটা দেখতে চায়। তাছাড়া ছোট থেকেই এই স্টেডিয়ামে খেলে বড় হয়েছি। এখানেই যদি আইএসএল জিততে পারি তাহলে সেটাই আমার জীবনের সবথেকে বড় প্রাপ্তি হবে। পাশাপাশি আগামীকালের ফাইনালের জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে বেঙ্গালুরু এফসি।