Lozenge Mashi: আইএসএলের ফাইনাল দেখতে গোয়ায় যাচ্ছেন ময়দানের লজেন্স মাসি

কলকাতা ময়দানে অতি পরিচিত একটি নাম যমুনা দাস। ওরফে লজেন্স মাসি (Lozenge Mashi)। শীত-গ্রীষ্ম বর্ষা বারো মাসেই ময়দানের সমস্ত ফুটবল ম্যাচে দেখা মেলে দিদির।

Jamuna Das Lozenge Mashi

কলকাতা ময়দানে অতি পরিচিত একটি নাম যমুনা দাস। ওরফে লজেন্স মাসি (Lozenge Mashi)। শীত-গ্রীষ্ম বর্ষা বারো মাসেই ময়দানের সমস্ত ফুটবল ম্যাচে দেখা মেলে দিদির। এমনকি যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানের খেলা থাকলেও লজেন্সের সম্ভার নিয়ে হাজির থাকেন লাল-হলুদের এই সমর্থক। তবে দল যাই হোক না কেন, তাকে ভালোবাসে গোটা ময়দান। এমনকি দলের ফুটবলার থেকে ক্লাবের কর্মকর্তা সকলের কাছেই যথেষ্ট পছন্দের এই দিদি। এবারে তাকেই গোয়ার মাঠে আইএসএলের ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এটিকে মোহনবাগানের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা।

সেইমতো নিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন যমুনা। জানা গিয়েছে, আগামীকাল সকালেই গোয়া উড়ে যাচ্ছেন তিনি। এক্ষেত্রে তার বিমানের টিকিট থেকে শুরু করে গোয়ার হোটেলে থাকা ও খাওয়ার সমস্ত খরচা বহন করবেন এটিকে মোহনবাগানের এই কর্নধার। লাল-হলুদ সমর্থকের প্রতি সবুজ-মেরুন কর্তার এই সৌজন্য যথেষ্ট নজর কেড়েছে ময়দানের আপামর ফুটবলপ্রেমী মানুষদের। যারফলে, আগামীকাল গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেই চেনা ছন্দে দেখা যাবে লজেন্স মাসি কে।

উল্লেখ্য, এবারের আইএসএলের শুরুটা সবুজ-মেরুন শিবিরের জন্য খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে প্রীতমরা। কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে ইস্টবেঙ্গলের বিপক্ষে ডার্বি জয়ের পর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয় হুয়ান ফেরেন্দো কে। নক আউট পর্বে ঘরের মাঠে ওডিশার বিপক্ষে সহজ জয় তুলে নেয় হুগো বুমোসরা। তারপরে নিজামের শহরে প্রথম লেগের সেমিফাইনাল অমীমাংসিত থাকলেও দ্বিতীয় লেগে যুবভারতী স্টেডিয়ামে ট্রাইবেকারের মাধ্যমে সহজ জয় তুলে নেয় এটিকে মোহনবাগান। এবার লক্ষ্য আইএসএল। আর একটা ম্যাচ, আর একটা জয়। তাহলেই কেল্লাফতে।