Panchayat Election: বিধায়ক করিম চৌধুরীর বার্তা, ‘তৃণমূলের প্রচার করব না’

MLA Abdul Karim Chowdhury

দলের কোনও নিয়ম নীতি আমার উপর আর খাটে না। আমি বিদ্রোহী। তৃণমূলের হয়ে প্রচার করব না। পঞ্চায়েত ভোটে (Panchayat Election) এমনই বার্তা ফের দিলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। নির্দলদের হয়ে তাঁর বিধানসভা এলাকায় চুটিয়ে প্রচার করছেন তিনি। উত্তর দিনাজপুর জেলার হেভিওয়েট নেতা নিজেকে বলছেন ‘বিদ্রোহী’।

পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে তৃণমূলের অন্দরে তীব্র টানাপোড়েন চলছে। সাত বিধায়ক বিদ্রোহে সামিল হয়ে নিজেদের অনুগামী নির্দলদের হয়ে প্রচারে নেমেছেন। এর মধ্যে মুর্শিদাবাদের চারজন,উত্তর দিনাজপুরে দুজন, হুগলিতে একজন। আরও জেলায় জেলায় সাংগঠনিক নেতাদের দলের নির্দেশ অগ্রাহ্য করে অনুগামীদের নির্দল প্রার্থী করেছেন।

   

বিদ্রোহী বিধায়কদের মধ্যে ইসলামপুরের বিধায়ক ভোটের প্রচারে সর্বাধিক আক্রমণাত্মক। প্রচারে বেরিয়ে তিনি বলেছেন আমি বিদ্রোহী। দলের নিয়ম আমার উপর খাটে না।

সূত্রের খবর, জেলারই চোপড়ার বিধায়ক হামিদুল রহমানও হাত মিলিয়েছেন করিম চৌধুরীর সাথে। দুই বিধায়কের অনুগামীরা নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় জেলা তৃণমূলে তীব্র আলোড়ন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন