Mohun Bagan: ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা সবুজ মেরুন বিদেশির

ইন্ডিয়ান সুপার লীগে পরপর তিন ম্যাচ জিতে বুধবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ব্যাক টু ব্যাক ট্রফি…

Brendan Hamill,

ইন্ডিয়ান সুপার লীগে পরপর তিন ম্যাচ জিতে বুধবার জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের গন্ধ সুবাস পেতে শুরু করেছেন মোহনবাগান সমর্থকরা। অ্যাওয়ে ম্যাচেও প্রিয় ক্লাবকে সমর্থন জানানোর জন্য গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা।

জামশেদপুর এফসির ঘরের মাঠে মোহনবাগান সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রিয় ক্লাবের খেলা দেখার জন্য দূরদূরান্ত থেকে ইস্পাত নগরীতে গিয়েছিলেন সবুজ মেরুন সমর্থকরা। কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিছু সমর্থকরা সাইকেল চালিয়ে গিয়েছিলেন সেখানে, সেই ছবি ধরা পড়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরায়।

বাগান ফুটবলাররা নিরাশ করেননি সমর্থকদের। উত্তেজক ম্যাচ জিতে পুরো পয়েন্ট জিতে মাঠ ছেড়েছে বাগান। চলতি আইএসএলে পরপর চার ম্যাচে জয় পেল দল। খুশি সবুজ মেরুন ভক্তরা। মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষে খেলার ফলাফল ৩-২।

ম্যাচের পর সামাজিক মাধ্যমে ব্র্যান্ডন হামিল লিখেছেন, “যে সমস্ত সমর্থকরা জামশেদপুরে এসেছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। ট্রেন, বাস, গাড়ি, এমনকি বাইকে করেও অনেকে এসেছিলেন। দারুণ উদ্যোগ, আমরা যারপরনাই খুশি। এই জয় শুধুমাত্র তোমাদের জন্য। সাবধানে বাড়ি ফিরবে।”