East Bengal: ইস্টবেঙ্গলের সিনিয়র দলের সঙ্গে অনুশীলন আদিত্যের

গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের অন্যতম ভরসা ছিলেন আদিত্য পাত্র (Aditya Patra)। প্রথমে গ্রুপ স্টেজের ম্যাচ গুলিতে অতি দক্ষতার সাথে দলের…

Aditya Patra, goalkeeper for East Bengal, in action during a match

গত রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) দলের অন্যতম ভরসা ছিলেন আদিত্য পাত্র (Aditya Patra)। প্রথমে গ্রুপ স্টেজের ম্যাচ গুলিতে অতি দক্ষতার সাথে দলের তিন কাঠি রক্ষা করেন তিনি। পরবর্তীতে দুটি জুনিয়র ডার্বিতে মোহনবাগান কে একাই আটকে দেন তিনি। এবার সিনিয়র দলে নিজের সুযোগ করে নিলেন কসবার এই তারকা ফুটবলার। যারফলে, গত কয়েকদিন আগে থেকে ইস্টবেঙ্গলের যুব দল ও রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের নিয়ে কোচ বিনো জর্জ কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিলেও অনুশীলনে থাকছেন না তিনি।

যা নিয়ে প্রথম দিকে সন্দেহ দেখা দেয় দলের সমর্থকদের মধ্যে। অনেকেই ভাবতে শুরু করেন যে তাহলে কি এবার ইস্টবেঙ্গল ক্লাব ছাড়লেন আদিত্য? তবে আদতে সেরকম কিছুই ঘটেনি। বিশেষ সূত্র মারফত খবর, গত টুর্নামেন্টে তার পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে ম্যানেজমেন্টের। যারফলে জুনিয়র দল থেকে সোজা সিনিয়র দলে আনা হয়েছে এই বাঙালি গোলরক্ষক কে। কবে থেকে শুরু হবে সিনিয়র দলের অনুশীলন? পূর্ব ঘোষণা অনুসারে আগামী ৩রা জুলাই থেকে গোটা দল নিয়ে অনুশীলন করানোর কথা ছিল কুয়াদ্রাতের। তবে ভিসা জনিত সমস্যা দেখা দেওয়ার কারনে আরও কিছুটা পিছিয়ে যেতে চলেছে দলের অনুশীলন।

   

উল্লেখ্য, গত ২০১৭ সালে ভারতীয় বিশ্বকাপ দলের সদস্য হিসেবে মনোনীত হলেও শেষ মুহূর্তে বাদ পড়তে হয় তাকে। পরবর্তীতে টানা দুইটি বছর ক্লাব না পাওয়ায় কারনে বাড়িতেই থাকতে হয় তাকে। তবে সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করতে শুরু করেন তিনি। সেখান থেকেই এবার ইস্টবেঙ্গল দলে।