Mohun Bagan: চেন্নাইয়িন ম্যাচে অনিশ্চিত সবুজ-মেরুনের এই তারকা ফুটবলার

আগামী ৩১ মার্চ নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC ) বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে অনেক আগেই। এই…

Sahal Abdul Samad

আগামী ৩১ মার্চ নিজেদের ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC ) বিপক্ষে খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। প্লে-অফ নিশ্চিত হয়ে গিয়েছে অনেক আগেই। এই ফুটবল টুর্নামেন্টের শিল্ডের দিকেই নজর রয়েছে বাগান ব্রিগেডের। তা নিশ্চিত করতে হলে আসন্ন সবকটি ম্যাচে জয় পেতে হবে তাদের।

সেক্ষেত্রে এবার এই মাসের শেষে চেন্নাইয়ি ম্যাচ যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে মেরিনার্সদের কাছে। বলতে গেলে নিজেদের পুরনো ছন্দ ফেরাতে মরিয়া শুভাশিসরা। সেইমতো বুধবার থেকে অনুশীলন শুরু করে দিয়েছে দল। অনুশীলনে উপস্থিত থেকেছেন আলবেনিয়ান তারকা আর্মান্দো সাদিকু থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস ও জেসন কামিন্সের মতো ফুটবলাররা।

তাদের সাথেই উপস্থিত ছিলেন ভারতীয় দলের অন্যতম ভরসা সাহাল আব্দুল সামাদ। উল্লেখ্য, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য জাতীয় শিবিরে অনুশীলন করার সময় পায়ে চোট পান এই মিডফিল্ডার। যা নিঃসন্দেহে বড়সড়ো ধাক্কা ছিল ইগর স্টিমাচের কাছে। যার দরুণ আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি প্রথম ও দ্বিতীয় লেগের কোন ম্যাচ। পরবর্তীতে জাতীয় শিবির থেকে ছেড়ে দেওয়া হয় এই ফুটবলারকে। সেখান থেকেই পরবর্তীতে ফিরে আসেন তিনি। তবে দলের সঙ্গে আসলেও বুধবার ভয় অনুশীলন করেননি সাহাল আব্দুল সামাদ। যা নিঃসন্দেহে চিন্তা বাড়িয়েছে সমর্থকদের।

তবে যে খবর পাওয়া গিয়েছে, সেই অনুযায়ী বর্তমানে রিহ্যাব সারছেন এই ভারতীয় তারকা। তাই আগামী চেন্নাইয়িন এফসি ম্যাচে সবুজ-মেরুন জার্সিতে তার মাঠে নামার সম্ভাবনা অনেকটাই কম। সব ঠিকঠাক থাকলে আগামী পাঞ্জাব ম্যাচে মাঠে দেখা যেতে পারে সাহাল আব্দুল সামাদকে।