Mohun Bagan: বাগান সমর্থকদের পাশে থাকার বার্তা শুভাশিসের

আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তবে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে আটকে যেতে হলেও হায়দরাবাদ ম্যাচ থেকেই…

Subhasish Bose's Heartfelt Message Standing Strong with Mohun Bagan Fans

আইএসএলের প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। তবে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে আটকে যেতে হলেও হায়দরাবাদ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় ময়দানের এই প্রধান। পরবর্তীতে একের পর এক ম্যাচে জয়। মানালো মার্কেজের শক্তিশালী এফসি গোয়া হোক কিংবা হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড।

আরও পড়ুন: Fact Check: হাবাসকে সরিয়ে মোহনবাগানে আন্দ্রে ভিলাস বোয়াস? জানুন সম্ভাবনা কতটা

সকলের বিপক্ষেই সহজ জয়ে ছিনিয়ে এনেছিল অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। কিন্তু কলিঙ্গের বুকে শক্তিশালী ওডিশার বিপক্ষে খেলতে গিয়ে যথেষ্ট চাপে পড়তে হয় মেরিনার্সদের। তবে দলের ফুটবলারদের প্রতি আস্থা রাখার কথাই শোনা যায় অধিনায়ক শুভাশিসের তরফ থেকে।

উল্লেখ্য, সাময়িক বিরতির পর আইএসএল শুরু হওয়ার পর থেকেই যথেষ্ট ক্লান্ত থাকতে দেখা গিয়েছে ফুটবলারদের। আসলে অতি অল্প সময়ের মধ্যে একাধিক ম্যাচ খেলতে হচ্ছে সকলকে। বিশেষ করে অ্যাওয়ে ম্যাচের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি হচ্ছে ফুটবলারদের। সেই নিয়ে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল ময়দানের দুই প্রধানের কোচকে। গত ওডিশা ম্যাচে ঠিক সেই সমস্যাই দেখা দিয়েছিল সবুজ-মেরুন ফুটবলারদের মধ্যে। অ্যাওয়ে ম্যাচ হলেও গোটা সময় জুড়ে দাপিয়ে খেলতে দেখা যায় জনি কাউকোদের। তবুও ৩ পয়েন্ট ঘরে তোলা সম্ভব হয়নি বাগানের।

আরও পড়ুন: East Bengal: নন্দকুমারের গোলে চেন্নাইন বধ লাল-হলুদের, খুশি সমর্থকরা

আর্মান্দো সাদিকুর একাধিক সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হয় সকলকে। না হলে অনায়াসে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেতে পারত মোহনবাগান। সেক্ষেত্রে এবার লিগশিল্ড জয়ের অনেকটাই কাছে চলে আসতো এই ফুটবল দল। তবে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয়েছে দুই দলকে। যা নিয়ে হতাশ অনেকেই। কিন্তু এখনই হাল ছাড়তে নারাজ বাগান অধিনায়ক।

আরও পড়ুন: Mohun Bagan : ফেরান্দোর মতো একই সমস্যার সম্মুখীন মানালো

তার কথায়, আসন্ন জামশেদপুর ম্যাচ থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। তিন পয়েন্টের জন্য আমাদের লড়াই করতে হবে। তার আগে বেশ খানিকটা সময় রয়েছে। গত ম্যাচে ও সমর্থকরা যেভাবে মাঠে এসে আমাদের সমর্থন করেছে। তা সত্যি প্রশংসাযোগ্য। সমর্থকরা আমাদের অক্সিজেন। তাই সমর্থকদের এভাবেই দলের পাশে থাকার অনুরোধ করবো। আগামীতে ট্রফি জিতে সকলের মুখে হাসি ফোঁটানোর চেষ্টা করব।