Fact Check: হাবাসকে সরিয়ে মোহনবাগানে আন্দ্রে ভিলাস বোয়াস? জানুন সম্ভাবনা কতটা

Fact Check: ভারতীয় ফুটবল মহলে ফের ঝড় বইতে শুরু করেছে। মোহন বাগান সুপার জায়ান্টে নাকি আসতে চলেছেন বিশ্ববরেণ্য কোচ আন্দ্রে ভিলাস বোয়াস! এরকম সম্ভাবনার কথা…

Andre Villas-Boas Antonio Lopez Habas

Fact Check: ভারতীয় ফুটবল মহলে ফের ঝড় বইতে শুরু করেছে। মোহন বাগান সুপার জায়ান্টে নাকি আসতে চলেছেন বিশ্ববরেণ্য কোচ আন্দ্রে ভিলাস বোয়াস! এরকম সম্ভাবনার কথা প্রকাশ্যে আসা মাত্র দাবানলের মতো ছড়িয়ে পড়েছে জল্পনা। কিন্তু এই জল্পনার ভিত কতটা মজবুত?

   

আন্দ্রে ভিলাস বোয়াসের নাম জানেন আপামর ফুটবল প্রেমী মানুষ। বিশ্বের প্রথম সারির একাধিক লীগে কোচিং করানোর অভিজ্ঞতা তার রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লীগের ক্লাব চেলসি, টটেনহ্যাম হটস্পরসের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন এক সময়। তারও আগে কোচিং করিয়েছেন পর্তুগালের নামজাদা ক্লাব Porto-তে। এছাড়া রাশিয়ার জেনিত পিটার্সবার্গ, ফ্রান্সের Olympique de Marseille ক্লাব এই হাইপ্রোফাইল কোচের ওপর ভরসা করেছিল। এই কোচ কি না এবার আসতে চলেছেন ভারতীয় ক্লাবের দায়িত্ব নিতে?

মাসখানেক আগে ভিলাস বোয়াসকে নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদনের তথ্য জানলে বাগান সমর্থকরা হয়তো আশাহত হবেন। ভিলাস হয়তো আরো বড় কোনো পদের জন্য এখন চেষ্টা চালাচ্ছেন। Diario de Noticias দাবি করেছিল, জানুয়ারিতে (চলতি মাসে) Porto ক্লাবের প্রেসিডেন্ট আসন পাওয়ার চেষ্টায় থাকবেন তিনি। বর্তমানে ক্লাবের প্রেসিডেন্ট Pinto da Costa। আন্তর্জাতিক প্রতিবেদনের দাবি সত্যি মেনে নিলে পর্তুগিজ কোচ এখনই হয়তো ভারতীয় কোনো ক্লাবের দায়িত্ব নিতে চাইবেন না।