Kalinga Super Cup: প্রথম ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলের চিন্তার চার কারণ

সুপার কাপে (Kalinga Super Cup) জয় দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। খুশি সমর্থকরা। এবারের মরসুমের সবক’টা টুর্নামেন্টেই শুরুটা মন্দ হয়নি ক্লাবের। সুপার কাপের ক্ষেত্রেও…

Carles Cuadrat

সুপার কাপে (Kalinga Super Cup) জয় দিয়ে শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal)। খুশি সমর্থকরা। এবারের মরসুমের সবক’টা টুর্নামেন্টেই শুরুটা মন্দ হয়নি ক্লাবের। সুপার কাপের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। ইন্ডিয়ান সুপার লীগের বিরতির মাঝে ফুটবলারদের চাঙ্গা রাখতে পারা কোচ Carles Cuadrat-এর কৃতিত্ব। হায়দরাবাদ এফসির বিরুদ্ধে জয় পেলেও ইস্টবেঙ্গলকে চিন্তায় রাখবে এই কয়েকটি বিষয়।

হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছে লাল হলুদ ব্রিগেড। হায়দরাবাদ এফসির ইন্ডিয়ান সুপার লীগের প্রাক্তন চ্যাম্পিয়ন। কিন্তু সেই হায়দরাবাদ এফসি ও এখনকার হায়দরাবাদ এফসির মধ্যে আকাশ প্যাটেলের পার্থক্য। মরসুমের মাঝপথে ক্লাব ছেড়ে চলে গিয়েছেন একাধিক ফুটবলার। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে হয়তো আরো কিছু পরিবর্তন হবে। ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার তলানিতে রয়েছে দল।

সুপার কাপে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে দল খেলেছিল খাতায় কলমে সেটা ছিল অনেকটাই পিছিয়ে। প্রায় পূর্ণ শক্তির দল নিয়ে খেলেছিল লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ দলে তারুণ্যের আধিক্য। তার মধ্যেও তারা দুই গোল দিয়েছে। জুনিয়র ফুটবলারদের নিয়ে গড়া প্রথম একাদশ বলার মতোই খেলেছে। হারলেও হায়দরাবাদ এফসির বিপক্ষে ৩-২ স্কোরলাইন মন্দ নয়। ইস্টবেঙ্গলের চিন্তা এখানেই।

ইস্টবেঙ্গলের রক্ষণ এবারের মরসুমে কোচের মাথা ব্যথার অন্যতম কারণ। ইন্ডিয়ান সুপার লীগেও দলের রক্ষণ একাধিকবার ভুলে খেসারত দিয়েছে। আক্রমণভাগ নিয়েও প্রশ্ন রয়েছে। গত মরসুম থেকে আক্রমণভাগে লাল হলুদ সমর্থকদের এখনও ভরসা যোগাচ্ছেন ক্লেইটন সিলভা। জোড়া গোল করেছেন আলোচ্য ম্যাচে। মাঝ মাঠে সাউল যথারীতি নিজের সেরাটা দেখার চেষ্টা করেছেন।

আরও একটা বিষয়, এবারের প্রায় সব প্রতিযোগিতায় ইস্টবেঙ্গল শুরুটা ভালো করেছিল। কিন্তু পরের দিকে দল চাপে পড়েছে। সুপার কাপেও শুরুটা ভালো হয়েছে। শেষটাও যাতে আশানুরূপ হয় সে ব্যাপারে পরিশ্রম করতে হবে গোটা স্কোয়াডকে।