চাকরি দেওয়ার নামে প্রতারণায় গ্রেফতার যুব কংগ্রেসের সহ সভাপতি

মালদহ: ২০২৪-এর লোকসভা ভোটের আগে কাঠগড়ায় কংগ্রেস৷ রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে, সুর চড়াচ্ছে বিরোধীরা৷ চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগের তীর কংগ্রেস নেতার বিরুদ্ধে৷ ইতিমধ্যে বিধাননগর সাইবার…

মালদহ: ২০২৪-এর লোকসভা ভোটের আগে কাঠগড়ায় কংগ্রেস৷ রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে, সুর চড়াচ্ছে বিরোধীরা৷ চাকরি দেওয়ার প্রতারণার অভিযোগের তীর কংগ্রেস নেতার বিরুদ্ধে৷ ইতিমধ্যে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছে রাজ্য যুব কংগ্রেস সহ সভাপতি বাবুল শেখ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতার বাড়ি মালদহের ইংরেজবাজার থানার যদুপুরে৷ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রতারণা চালাতেন৷ খবরটি প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে পড়েছে কংগ্রেস৷ সূত্রের খবর, এই নেতার বিরুদ্ধে আগেও স্কুলে ছাত্র ভর্তির নামে প্রতারণার অভিযোগ উঠেছিল৷

অভিযোগ, চাকরি দেওয়ার নামেও লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিযুক্ত বাবুল শেখের বিরুদ্ধে৷ মালদহ জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালীসাধন রায় জানান, যখন এই সমস্ত অভিযোগ প্রকাশ্যে এসেছিল তখন আবার মালদহ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন মৌসম নুর৷ অভিযোগ ওঠামাত্রই তিনি বাবুল শেখকে দল থেকে বহিষ্কার করে দেন৷