Kolkata Derby: এবার কি সরতে চলেছে ডার্বি ম্যাচ? বুধবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

Kolkata Derby: নতুন মরশুমের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছে ময়দানে দুই প্রধানের। ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে সকলকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব।…

Kolkata derby

Kolkata Derby: নতুন মরশুমের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা দিয়েছে ময়দানে দুই প্রধানের। ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে সকলকে চমকে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব। যারফলে, বেশ কয়েক বছর পর পড়শী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টস দলকে হারানোর সাধ পেয়েছিল মশাল ব্রিগেড। কিন্তু ডুরান্ড কাপের ফাইনালে তাদের পরাজিত হতে হয়েছিল সবুজ-মেরুনের কাছে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে।

পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপে মোহনবাগান দলকে পরাজিত করে সেমির রাস্তা নিশ্চিত করেছিল ময়দানের এই প্রধান। তারপর আবার সাক্ষাৎ হয়েছিল গত ৩রা ফেব্রুয়ারি। আইএসএলের প্রথম লেগের এই ডার্বি শেষ হয়েছিল অমীমাংসিত ভাবেই। তবে পরবর্তী ম্যাচের বদলা নিতে মরিয়া মোহনবাগান। কিন্তু এবার এই ম্যাচ আয়োজন নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে সকলের মধ্যে। তবে এখনো আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত।

   

সূচী অনুযায়ী, আগামী ১০ই মার্চ ফির মুখোমুখি হবে ময়দানের দুই প্রধান। একদিকে ইমামি ইস্টবেঙ্গল এবং অন্যদিকে মোহনবাগান সুপারজায়ান্টস। হিসেব মতো দেখতে গেলে এটি হোম ম্যাচ হতে চলেছে লাল-হলুদ ব্রিগেডের। গত ডার্বিতে টিকিট বিক্রি করে যথেষ্ট লাভবান হয়েছিল সবুজ-মেরুন। তবে এবার ডার্বি আয়োজন ঘিরে দেখা দিয়েছে বেশ কিছু সমস্যা।

যতদূর জানা গিয়েছে, এই দিন শহরের বুকে অনুষ্ঠিত হতে পারে একটি রাজনৈতিক সমাবেশ। সেক্ষেত্রে ডার্বি ম্যাচের জন্য আদৌ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে বহু সংশয়। এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে তেমন কিছু উঠে না আসলেও শোনা যাচ্ছে, প্রশাসনের সঙ্গে খুব শীঘ্রই বৈঠকে বসবে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে বুধবারের মধ্যেই পরিষ্কার হয়ে যেতে পারে সমস্ত কিছু।

উল্লেখ্য, ১০ই মার্চ সন্ধ্যায় যুবভারতীতে ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে এই সমাবেশ থাকায় কিছুটা হলেও চিন্তা থেকে যাচ্ছে সকলের মধ্যে। তবে দুইয়ের মধ্যে বেশ কিছুটা সময়ের পার্থক্য থাকায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এই ম্যাচের ক্ষেত্রে। তবুও শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত উঠে আসে এখন সেটাই দেখার।