Alipurduar: তৃণমূল সাংসদকে খুনের চেষ্টা, অস্ত্র সহ গ্রেফতার হামলাকারীরা

তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে ফ্ল্যাটে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের হামলা। তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাত এগারোটা নাগাদ আলিপুরদুয়ারের চার নম্বর পৌরসভার…

তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে ফ্ল্যাটে ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের হামলা। তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাত এগারোটা নাগাদ আলিপুরদুয়ারের চার নম্বর পৌরসভার একটি বেসরকারি আবাসনের ঘটনা এটি। রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে ফ্ল্যাটে ধারালো অস্ত্র নিয়ে তিন দুষ্কৃতীর হামলা। মূল গেটে থাকা নিরাপত্তা রক্ষীকে এনে টেনে মারধর, টেনে হিঁচড়ে সাংসদের ফ্ল্যাটে নিয়ে গিয়ে অপর কর্মীদের মারধর দুষ্কৃতীদের। চিৎকার শুনে সাংসদের ফ্ল্যাটের ভিতরে থাকা কালচিনি ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য দলীয় কর্মীরা ছুটে আসতে দুষ্কৃতীদের রোশের মুখে পড়েন।

এরপর অন্যান্য ফ্ল্যাটের আবাসিক দুষ্কৃতীদের আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতে তিন দুষ্কৃীতিকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। দুষ্কৃতীদের ব্যবহৃত একটি বোলেরো গাড়ি কেও আটক করে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য জেলা জুড়ে।

ওই ফ্ল্যাট সেক্রেটারি নীলাদ্রী বসুর কথায়, রাত এগারোটার দিকে ২-৩ টা ছেলে গালিগালাজ করতে করতে আসে। গেট খোলা ছিল। সিকিউরিটি গার্ডকে ধমক দিয়ে নিয়ে চলে যায় তারা। কোনো খোকন নামে ব্যক্তির উদ্দেশ্য তারা এসেছিল। সিকিউরিটি গার্ডকে প্রাণে মারার হুমকি দিয়ে উপরে নিয়ে চলে যায় তারা। উপরে চার নম্বর ফ্লোরে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াই থাকেন। ওরা দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে প্রকাশ চিক বড়াই দাদার ঘরে প্রথমে কেয়ারটেকারের ওপর চড়াও হয়। দাদা ও দলের কিছু লোকজন ঘরের ভিতরে ছিল। তারা বেরিয়ে এসে আক্রমণটাকে প্রতিহত করে। নয়তো এই ফ্ল্যাটের যা অভিজ্ঞতা হল তা অকল্পনীয়।

তিনি বলেন আইন ব্যবস্থা বোধহয় ভেঙে পড়েছে। রাতে দশটা সাড়ে দশটার সময় আসা, গাড়ির মধ্যে থাকা আগ্নেয়াস্ত্র- এই ধরনের প্রাণ সংশয়। যারা এসেছিল তাদের পুলিশ এসে ধরে নিয়ে গেছে।