BJP: বাড়তে থাকা বামে চিন্তা বেশি, তৃণমূল থেকে আসা নেতাদের সম্মান দিতে নির্দেশ দিল্লির

বৈদিক ভিলেজে চলছে বিজেপির (BJP) প্রশিক্ষণ শিবির। সেখানে আগামী দিনের রাজনৈতিক যুদ্ধের ব্লু প্রিন্ট তৈরি করছেন বিজেপি নেতারা৷ দলকে কীভাবে চাঙ্গা করতে হবে তা নিয়ে…

বৈদিক ভিলেজে চলছে বিজেপির (BJP) প্রশিক্ষণ শিবির। সেখানে আগামী দিনের রাজনৈতিক যুদ্ধের ব্লু প্রিন্ট তৈরি করছেন বিজেপি নেতারা৷ দলকে কীভাবে চাঙ্গা করতে হবে তা নিয়ে চলছে প্রশিক্ষণ শিবির৷ সেখানে রাজ্য বিজেপির উদ্দেশ্যে দিল্লি থেকে বার্তা এসেছে দলকে আরও বাড়াতে হবে৷ তৃণমূল ও অন্যান্য দল থেকে আসা নেতাদের সম্মান দিতে হবে৷ বঙ্গ বিজেপির দায়িত্ব নিয়ে সেই বার্তা বয়ে এনেছেন সুনীল বনসল (Sunil Bansal)।

লোকসভা নির্বাচনের আগে থেকে বিধানসভা নির্বাচনের আগে অবধি জোট বেঁধে তৃণমূল নেতারা বিজেপিতে যোগদান করেন৷ কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির হারের পর একে একে বিজেপি থেকে তৃণমূলে ফিরে গেছেন বহু নেতারা। এখন রাজ্যজুড়ে এখন সাংগঠনিক সংকটে বিজেপি৷ বরং সুযোগ খুঁজে জায়গা করে নিচ্ছে সিপিআইএম। যা বিজেপির শিবিরের জন্য চিন্তার কারণ৷

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এর আগে বঙ্গ বিজেপির দায়িত্বে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। এরপর দায়িত্ব পান সুনীল বনসল। তাঁর এই নির্দেশ ঘিরে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। অভিযোগ, এমনিতেই পুরাতন নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে না বিজেপিতে। পদ্ম শিবিরের নিচু তলার কর্মীদের কথায়, দীর্ঘ সময় ধরে দলে থাকার পরেও অনেকেই যোগ্য সম্মান পাচ্ছে না। এই অভিযোগ তুলে দল থেকে সরে দাঁড়িয়েছে অনেকেই। যে কারণেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর সেভাবে সুর চড়াতে পারেনি বিজেপি। আবার জেলার এক সময়ের দাপুটে বিজেপি নেতা দুধকুমার মণ্ডল এখন দল থেকে অনেক দূরে। এমনকি দল তাঁকে সরিয়ে রেখেছে বলেও অভিযোগ তুলেছেন তিনি৷

এখন নয়া পর্যবেক্ষকের এই বিশল্যকরণী বাণী বিজেপির জন্য বিপদের কারণ হবে না তো প্রশ্ন রাজনৈতিক মহলে।