আম্বানির ছেলের হাতের ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে

১৮ কোটি টাকার ঘড়ি পরেন মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে অনন্ত আম্বানির হতে এই ঘড়ি নজরে এসেছে। যা দেখে আটকে গিয়েছে পাপারাজিদের…

Anant Ambani আম্বানির ছেলের হাতের ঘড়ির দাম শুনলে চোখ কপালে উঠবে

১৮ কোটি টাকার ঘড়ি পরেন মুকেশ আম্বানির পুত্র অনন্ত আম্বানি। সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে অনন্ত আম্বানির হতে এই ঘড়ি নজরে এসেছে। যা দেখে আটকে গিয়েছে পাপারাজিদের চোখ। সংবাদ সূত্রে জানা গিয়েছে গ্র্যান্ডমাস্টার চাইম নামে এই ঘড়িটি কিনতে মুকেশ পুত্রকে ১৮ কোটি টাকা খরচ করতে হয়েছে। মূল ডায়াল ছাড়াও দুটি আলাদা ডায়াল রয়েছে এই ঘড়িতে। পাটেক ফিলিপ সংস্থার এই ঘড়িটি বিশ্বের বহুমূল্য ঘড়ি গুলির মধ্যে অন্যতম।

অবশ্য আম্বানি পরিবারের কাছে এটি কোনও বড় বিষয় নয়। আর অনন্তের সম্পত্তির পরিমাণও নেহাত কম নয়। দুবাইয়ের পাম জুমেরা সমুদ্র সৈকতের সামনে তার একটি ভিলা রয়েছে। অনন্ত আম্বানি যেখানে বাড়ি কিনেছেন তার পাশেই রয়েছে একাধিক তারকার বাড়ি। এরমধ্যে রয়েছে ইংল্যান্ডের ফুটবলার ডেভিড বেকহ্যাম। ও শাহরুখ খানের বাড়ি।

   

অনন্ত আম্বানির সেই বাড়িতে কী কী রয়েছে তা নিয়ে অনেকের আগ্রহ রয়েছে। গণমাধ্যমের প্রচার অনুসারে সমুদ্রের ধারে এই বাড়িটি সবচেয়ে দামি নির্মাণের একটি। এরমধ্যে রয়েছে দশটি বেডরুম, একটি স্পা, বিলাসবহুল এই বাড়িতে দুটি সুইমিং পুল রয়েছে। তার একটি খোলা আকাশের নিচে অন্যটি ইনহাউজ চত্বরে।

এই ভিলাটি সুরক্ষিত করতে প্রায় কয়েক কোটি টাকা খরচ করেছে অনন্ত। যা দেখাশোনা করছেন তাদের দীর্ঘদিনের সহযোগী পরিমল নাটওয়ানি। বাড়ি ছাড়াও বিলাসবহুল গাড়ি সংগ্রহের সখ রয়েছে অনন্তের। আইসিডিস বেঞ্চ এস ক্লাস ডব্লিউ টু জিরো মডেলের গাড়ি কিনেছেন অনন্ত।

সংবাদ মাধ্যম সূত্রে খবর এই গাড়িটির মূল্য প্রায় দুই কোটি টাকা। এছাড়াও কোটি কোটি টাকার বহু মূল্যের গাড়ি রয়েছে অনন্তের সংগ্রহে। এই পরিবারের কাছে বারটি রেঞ্জ রোভার ভোগ মডেলের গাড়ি রয়েছে। যার মধ্যে একটি গাড়ি অনন্তের ও তার ভাই আকাশের কাছেও একটি গাড়ি রয়েছে।

এই গাড়ি কিনতে খরচ করতে হয় দুই কোটি থেকে চার কোটি টাকা পর্যন্ত। যা কেবল শিল্পপতিদের পক্ষেই কেনা সম্ভব। তুমি ছাড়া অনন্তের সঙ্গে রয়েছে bmw i8 সংগ্রহের গাড়ি। যার দাম প্রায় ২.৬২ কোটি টাকা।