‘এনডিএ সরকার টিকবে না, ক্ষমতায় আসবে ইন্ডিয়া’, তারিখ বলে দিলেন মমতা!

আর মাত্র কটা দিন। তারপরেই দেশের (Mamata Banerjee) মসনদে বসবে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া। ঠিক কবে ইন্ডিয়া ক্ষমতায় আসবে, তা সরাসরি না বললেও মমতা জানিয়ে…

PM Modi repeatedly says in Lok Sabha Election campaign that Mamata Banerjee is anti-Hindu after after controversy over Ram krishna mission monks

আর মাত্র কটা দিন। তারপরেই দেশের (Mamata Banerjee) মসনদে বসবে বিরোধী দলগুলির জোট ইন্ডিয়া। ঠিক কবে ইন্ডিয়া ক্ষমতায় আসবে, তা সরাসরি না বললেও মমতা জানিয়ে দেন, খুব শীঘ্রই ক্ষমতায় আসবে ইন্ডিয়া। শনিবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, নতুন সরকার আল্টিমেটলি ইন্ডিয়ারই হবে। যে কটা দিন থাকে একটু সামলাতে দিই, একটু দেখতে দিন নিজেদের কাকে কতদূর সন্তুষ্ট রাখতে পারছে।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, দেশের রাজনীতি দিকে নজর রাখবেন তারা। তৃণমূল সুপ্রিমোর কথায়, আমরা নজরে রাখব। যত তাড়াতাড়ি দুর্বল এই সরকার ঘরে ফিরে যায়। এদের কাছে দেশের জন্য কিছুই নেই। কংগ্রেস নেতা তথা পাঁচবারের সাংসদ অধীর চৌধুরীও এদিন দাবি করেন, এনডিএ সরকার বেশিদিন টিকবে না।

   

মমতার দাবি, সাংসদ কেনাবেচার চেষ্টা করতে পারে বিজেপি। সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, যে দলেরই হোন, নিজের নিজের দলকে শক্তিশালী করুন। এর ওর দল ভাঙার চেষ্টা করবে। বিজেপিকে বুঝতে হবে এবার, আপনার দলই ভেঙে যাবে। আমরা ভাঙব না, নিজেরাই চলে যাবে। অনেকে খুশি নয়, দেখছি তো।

অভিষেককে নয়! দলের অন্য ৬ সাংসদকে বিরাট দায়িত্ব দিলেন মমতা

প্রাথমিক ভাবে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড এবং এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি এনডিএ জোটকে সমর্থনের সিদ্ধান্ত নিলেও তাঁদের সঙ্গে যে যোগাযোগ রাখছে ইন্ডিয়া তা বকলমে স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, চন্দ্রবাবুরা আমাদের বন্ধু ভুলে যাবেন না। আমরা ওনাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি।

এনডিএ এবং ইন্ডিয়া-র চরিত্রগত তফাৎ রয়েছে বলে এদিন সাফ জানিয়ে দেন মমতা। তৃণমূল সুপ্রিমোর কথায়, সকলের প্রতি সম্মান জানিয়েই বলি, যাঁরা ওখানে আছেন তাঁদের চাওয়াটাও বেশি আছে। কিন্তু ইন্ডিয়াতে যারা আছে আমরা কিছু চাই না। আমরা মানুষের ভাল, দেশের ভাল চাই। আমরা ডেডিকেটেড।

আরও ৩-৪টে আসন পেতাম, বিজেপি ভোট লুট করেছে, বিস্ফোরক অভিযোগ মমতার

সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে ভোট লুট এবং গণনায় কারচুপির অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, ৩-৪টে আসনে হারানো হয়েছে আমাদের। পূর্ব মেদিনীপুরে ভোট লুট হয়েছে। জেলাশাসক-আইসি বদল করে ভোট লুট করা হয়েছে। অবজারভারদের একাংশকে কাজে লাগিয়ে ভোট গণনাতেও কারচুপি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছে। ৪ জুন ভোটের ফল প্রকাশিত হয়েছে। বাংলার ৪২টি আসনের মধ্যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ২৯টি আসন। বিজেপি ১২টি আসন দখল করেছে। কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। উনিশের লোকসভা নির্বাচনের মতো এবারও বাংলায় খাতা খুলতে পারেনি বামেরা।

মমতার খাসতালুক ভবানীপুরে হাজার হাজার ভোটে পিছিয়ে তৃণমূল! চাঞ্চল্যকর তথ্য দিলেন শুভেন্দু