দিল্লিতে উপস্থিত হতেই মুকুল রায়কে (Mukul Roy) নিয়ে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি৷ তিনি বিজেপির বিধায়ক। মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বিস্ফোরক মন্তব্য মদন মিত্রের (Madan Mitra )৷ এটা শুভেন্দুর (Suvendu Adhikari) গেমপ্ল্যান। এমনটাই দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷
তিনি বলেন, মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল, দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে। গতবছর একুশে জুলাই মমতা-অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপি-তে চলে গিয়ে সব খবর দিয়ে, তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে, যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে।
তৃণমূল বিধায়কের সংযোজন, এটা শুভেন্দু অধিকারীর গেমপ্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে, যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে মদনের দাবি, আমি চাইব মুকুলের হঠাৎ কী হল, সেই তদন্তের দায়িত্ব সিবিআই-ইডিকে দেওয়া হোক। সব কিছুই যখন সিবিআই-ইডি তদন্ত করছে, তখন ওরা বের করুক যে মুকুলকে কারা দিল্লিতে নিয়ে গেল। মুকুল শুধু এই দেশের একজন নাগরিক নন প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক।
যদিও মুকুলের দিল্লি যাত্রা নিয়ে মোটেই চিন্তিত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, উনি তো বিজেপির বিধায়ক। ওর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে বলে শুনেছি। কেউ যদি বাবা মিসিং বলে ডায়েরি করে, তবে প্রশাসনের কাজ তিনি কোথায় আছেন, তিনি ভাল আছেন কি না তার খোঁজ নেওয়া। তবে কী এর সঙ্গে বিজেপির কোনও যোগ রয়েছে? এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওর ছেলে এফআইআরে জানিয়েছেন, আমার বাবা মিসিং। দু’জন নিয়ে গিয়েছে কোনও এজেন্সির মাধ্যমে। বিজেপি কি না আমি বলতে পারব না। হতে পারে তাঁকে কোনও হুমকি দেওয়া হয়েছিল।