Tata group: মমতার আন্দোলন পশ্চিমবঙ্গে বিফল, হাসিনার জমানায় বাংলাদেশে টাটা সফল

মমতার আন্দোলনে পশ্চিমবঙ্গ থেকে সরতে হয়েছিল টাটা গোষ্ঠিকে (Tata group)। হয়নি বহু চর্চিত টাটা মোটরস কারখানা। পশ্চিমবঙ্গ থেকে ফিরলেও বাংলাদেশে বিপুল বিনিয়োগ নিয়ে যাচ্ছে টাটা গোষ্ঠি।

Ratan Tata with Sheikh Hasina, Prime Minister of Bangladesh

মমতার আন্দোলনে পশ্চিমবঙ্গ থেকে সরতে হয়েছিল টাটা গোষ্ঠিকে (Tata group)। হয়নি বহু চর্চিত টাটা মোটরস কারখানা। পশ্চিমবঙ্গ থেকে ফিরলেও বাংলাদেশে বিপুল বিনিয়োগ নিয়ে যাচ্ছে টাটা গোষ্ঠি। ঢাকায় হবে দুটি অত্যাধুনিক হোটেল। জানা যাচ্ছে দ্রুত কাজ শুরু হবে। টাটা গোষ্ঠির তাজ হোটেলের নতুন ঝলক দেখা যাবে ঢাকায়।

টাটা মালিকানাধীন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) বিশ্বজুড়ে তাজ হোটেল পরিচালনা করে। এই সংস্থাই ঢাকার অভিজাত এলাকা গুলশানে দুটি বিলাসবহুল হোটেল চালু করবে। বলে ঘোষণা করেছে। বাংলাদেশ তাদের ব্যবসায়িক সহযোগীর সাথে চুক্তি সেরে ফেলেছে বলে জানাচ্ছে ঢাকার ওয়েব সংবাদমাধ্যম ‘বাংলা ট্রিবিউন’।

   

পশ্চিমবঙ্গে বিগত বামফ্রন্ট জমানায় টাটা গোষ্ঠিকে কারখানা করতে না দিয়ে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে জমি আন্দোলন করেছিলেন। তিনি এখন মু়খ্যমন্ত্রী। বাংলাদেশেও বিগত বিএনপি জোট সরকারের সময় টাটা গোষ্ঠি ২০০৫ সালে ৩০০ কোটি টাকার দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, একটি ইস্পাত মিল ও একটি সার কারখানা গড়ে তুলতে চেয়েছিল। সরকারি গড়িমসির কারণে সেই প্রকল্প তৈরি হয়নি। তখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন খালেদা জিয়া। এখন বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার নতুন উদ্যোগে ঢাকায় হোটেল ব্যবসা শুরু করতে চায় টাটা।

ভারতীয় শিল্প গোষ্ঠি টাটার তাজ হোটেল বিশ্বজনীন ব্যবসা করছে। আমেরিকা, ব্রিটেন, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান সহ নানা দেশে এই গোষ্ঠীর হোটেল রয়েছে। এবার বাংলাদেশ এই তালিকায় যুক্ত হতে চলেছে।